ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবস হকি

হ্যাটট্রিক শিরোপা নৌ বাহিনীর

প্রকাশিত: ০৭:০৯, ৬ ডিসেম্বর ২০১৮

হ্যাটট্রিক শিরোপা নৌ বাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় দিবস হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-৪ গোলে হারিয়েছে। এটা তাদের হ্যাটট্রিক শিরোপা। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার পায় নৌ বাহিনী। তা থেকে গোল করেন মামুনুর রহমান চয়ন। ১০ মিনিট পর সেই গোল পরিশোধ করে সেনাবাহিনী। পেনাল্টি স্ট্রোকে গোল করেন নাঈম উদ্দিন। ২২ ও ৩৬ মিনিটে রাসেল মাহমুদ জিমি দুটি ফিল্ড গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণটা চলে যায় নৌ বাহিনীর হাতে। তবে পর পর দুই মিনিটে দুটি গোল শোধ করে আবারও খেলায় ফেরে সেনাবাহিনী। ৪২ মিনিটে পেনাল্টি কর্নারে মনোজ বাবু এবং ৪৩ মিনিটে মাহবুবুর রহমান করেন ফিল্ড গোল। ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার দাস পিসিতে গোল করলে আবারও লিড নেয় নৌ বাহিনী। কিন্তু এক মিনিট পরেই সেই গোল শোধ করেন সেনাবাহিনীর হাসান যুবায়ের। নির্ধারিত সময়ে খেলা যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই ৫৮ মিনিটে ফিল্ড গোল করে নৌ বাহিনীকে আবারও এগিয়ে দেন মাইনুল ইসলাম। তার ওই গোল আর শোধ করতে পারেনি সেনাবাহিনী। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। নারী কলেজ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-২০ নারী কলেজ রাগবি প্রতিযোগিতা ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ৯ কলেজ। ঢাকার পল্টন ময়দান মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হলোÑ ঢাকা ইমপিরিয়াল কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, গাহস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা কমার্স কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, আলী আহম্মদ কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল এবং আরকে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।
×