ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

প্রকাশিত: ০৭:০৮, ৬ ডিসেম্বর ২০১৮

জোড়া সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন আজহার আলি (১৩৪) ও আসাদ শফিক (১০৪)। তৃতীয় দিনে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩৪৮। জবাবে দ্বিতীয় ইনিংসে ২৬ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৪ ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল অপরাজিত আছেন ১ রান নিয়ে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় কিউইরা। সব মিলিয়ে এখনও ৪৮ রানে পিছিয়ে তারা। উল্লেখ্য প্রথম টেস্টে ৪ রানের নাটকীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সমতায় ফেরে পাকিস্তান। চলমান এই টেস্টেই হবে সিরিজের ফয়সালা। ৩ উইকেটে ১৩৯ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার-শফিক দুজনেই সেঞ্চুরি তুলে নেন। চতুর্থ ইনিংসে তারা যোগ করেন ২০১ রান। মনে হচ্ছিল বিশাল স্কোর গড়তে যাচ্ছে পাকিস্তান। কিন্তু ৪৪ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ৩৪৮-এ গুটিয়ে যায় সরফরাজের দল! ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি হাঁকানো আজহার আউট হন ১৩৪ রান করে। ১২তম সেঞ্চুরি পাওয়া শফিক ফেরেন ১০৪ রানে। কিউইদের হয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়েছেন স্পিনার উইলিয়াম সমারভিল। দুটি করে শিকার আইজাজ প্যাটেল ও ট্রেন্ট বোল্টের। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৭৪/১০ (১১৬.১ ওভার; রাভাল ৪৫, লাথাম ৪, উইলিয়ামসন ৮৯, টেইলর ০, নিকোলস ১, ওয়াটলিং ৭৭*, গ্র্যান্ডহোম ২০, সাউদি ২, সমারভিল ১২, আইজাজ ৬, বোল্ট ১ ; হাসান আলি ১/৫৮, আফ্রিদি ১/৫২, ইয়াসির ৩/৭৫, বিলাল আসিফ ৫/৬২) ও দ্বিতীয় ইনিংস ২৬/২ (১৪ ওভার; রাভাল ০, লাথাম ১০, উইলিয়ামসন ১৪*; আফ্রিদি ১/১১, ইয়াসির ১/৫) পাকিস্তান প্রথম ইনিংস ৩৪৮/১০ (১৩৫ ওভার; ইমাম ৯, হাফিজ ০, আজহার ১৩৪, হারিস ৩৪, শফিক ১০৪, বাবর ১৪, সরফরাজ ২৫; বোল্ট ২/৬৬, আইজাজ ২/১০০, সমারভিল ৪/৭৫)। ** তৃতীয় দিন শেষে
×