ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হোপের আশা- প্রস্তুত ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৭:০৮, ৬ ডিসেম্বর ২০১৮

হোপের আশা- প্রস্তুত ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজে নাজেহাল হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আর তাদের দুর্গতির মূল কারণ বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটে স্পিনারদের ভয়াল দাপট। এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভিন্ন স্বাদ এবং স্কোয়াডেও ভিন্নতা উভয় দলের। এরপরও টেস্টের মতো ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের কাছ থেকে স্পিনবান্ধব উইকেট এবং স্পিন সমৃদ্ধ একাদশই হবে বলে ধারণা করছেন শাই হোপ। ক্যারিবীয় এ টপঅর্ডার ব্যাটসম্যান দাবি করেন, উইকেট যেমনই হোক ওয়ানডেতে সেটার জন্য তার দল প্রস্তুত। কারণ, কিছুদিন আগে ভারতে দারুণ খেলেছে এই দলটি এবং সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে অনেকটাই সংঘবদ্ধ হয়েছে ক্রিকেটাররা ওয়ানডে দল হিসেবে। আজ বিসিবি একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিতে আশাবাদী হোপ। টেস্ট সিরিজে বাংলাদেশ দল চরম প্রতিশোধ নিয়েছে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর এবার দেশের মাটিতে ক্যারিবীয়দের একই ফলাফল ফিরিয়ে দিয়েছে। তবে ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার কি তবে ওয়ানডে সিরিজে প্রতিশোধ নেবে উইন্ডিজরা? এ বিষয়ে হোপ বলেন, ‘অনেকটা নিশ্চিতভাবেই জানি যে আমরা যেকোন দলের বিপক্ষেই নামি না কেন তাদের বিপক্ষে জয় তুলে নিতে হবে। অবশ্যই আমাদের সেরাটা নিয়ে এগিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো জানি সেসব করতে হবে। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলি, আমরা জানি বিজয়ী হয়ে ফিরে আসব।’ ওয়ানডে সিরিজে অবশ্য টেস্টের চেয়ে ভিন্ন রকমের দল। কিছুদিন আগে ভারতে দুর্দান্ত খেলেছে দলটি। সেটা হয়তো বাংলাদেশের বিপক্ষে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাছাড়া আজ প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ভালভাবে ঝালিয়ে নেয়ার আশা হোপের, ‘ভারতে কিছু ম্যাচ খেলার পর থেকে দল নিজেদের বেশ ভালভাবে সংঘবদ্ধ করে তুলেছে। আগামীকালের (আজ) ম্যাচ খেলার জন্য আমাদের যতখানি সম্ভব সেরা প্রস্তুতি নিশ্চিত করতে হবে এবং সেটা প্রথম ওয়ানডে পর্যন্ত এগিয়ে নিতে হবে। আমরা এটার জন্য প্রস্তুত।’ তবে ভারতের সঙ্গে বাংলাদেশের উইকেট ও আবহাওয়ার বেশ পার্থক্য আছে এটা এখন বুঝতে পারছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাই হোপ বললেন, ‘ধারাবাহিকতাই চাবিকাঠি। আমাদের সবাইকে ভালভাবে এগিয়ে আসা জরুরী এবং বোর্ডে বড় একটা লক্ষ্য তুলে ফেলা দরকার। যাতে বোলাররা দারুণ বোলিং করার মতো কিছু পায় সেটা নিশ্চিত করা দরকার। বাংলাদেশে হয় তো কিছুটা ভিন্ন ধরনের উইকেট। কিন্তু একই ব্যাপারগুলোর প্রয়োগ ঘটাতে হবে।’ স্পিনে ক্যারিবীয়দের দুর্বলতা একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে টেস্ট সিরিজে। এ কারণে স্বাগতিকরা হয় তো স্পিন আক্রমণ নিয়েই আবার ওয়ানডে সিরিজে চড়াও হবে সফরকারীদের ওপর। এ বিষয়ে হোপ বলেন, ‘বাংলাদেশে সবাই একই আশা করে যে বল অনেক বেশি ঘুরবে। কিন্তু এরপরও আমাদের নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে খেলার জন্য কি থাকছে। আমরা হয়তো স্পিনই আশা করতে পারি এবং ভিন্ন ধরনের কিছুও হতে পারে। আমি নিশ্চিত তারা টেস্ট সিরিজের অভিজ্ঞতা ওয়ানডে স্কোয়াডে কাজে লাগাবে এবং খেলার একাদশ গঠন করবে। কিন্তু যেটাই তারা আমাদের দিকে ছুড়ে দিক সেসব দূরে রেখে আমাদের প্রস্তুত হতে হবে। তাই আমাদের যত মৌলিকতা আছে সেসব আয়ত্ত করতে হবে।’ বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত ফর্মে থাকলেও তাদের দলে আছে বেশ কয়েকজন পেসার। ওয়ানডে সিরিজে তাদের আক্রমণে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে হোপ বলেন, ‘আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে তারা যেটা নিয়েই আসুক প্রস্তুত থাকতে হবে। আমরা স্পিন আশা করছি, কিন্তু তাদের কিছু গুণসম্পন্ন পেসার আছে যারা দীর্ঘ সময় ধরেই লেগে আছে। আমরা জানি তাদের কাছ থেকে কি আশা করা যায়।’
×