ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৭:০৬, ৬ ডিসেম্বর ২০১৮

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একদিনের প্রস্তুতি ম্যাচ আজ। সাভারের বিকেএসপিতে সকালে এ ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব দেবেন। খেলবেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও। টেস্ট সিরিজ শেষ। দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ৬৪ রানে জেতার পর দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে জিতেছে। প্রথমবারের মতো কোন দলকে ফলোঅন করানোর সঙ্গে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানেও জিতল বাংলাদেশ। ইতিহাস গড়ল। এবার ওয়ানডে সিরিজে নামার পালা। ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে হওয়ার পর একই স্টেডিয়ামে ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে দুপুর ১টায় ও তৃতীয় ওয়ানডে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ সিরিজে খেলতে নামার আগে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ হবে। এই প্রস্তুতি ম্যাচেই দুই দলের ওয়ানডেতে কী অবস্থা হতে পারে, সেই ধারণা অনেকটাই মিলে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের পুরো ওয়ানডে দলটাই থাকবে প্রস্তুতি ম্যাচে। রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেস, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রেথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান এ্যালেন, কেমার রোচ, সুনীল এ্যামব্রিস ও ওশান থমাস থাকছেন। বাংলাদেশেরও তো এক হিসেবে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকছে। ওয়ানডে দলে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি আছেন। প্রস্তুতি ম্যাচের দলে জাতীয় দল থেকে সাকিব, লিটন, মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজ, মুস্তাফিজ, সাইফউদ্দিন ও রনি নেই। বাকিরা সবাই আছেন। সঙ্গে তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী, শাহীন আলম ও মেহেদী হাসান রানা রয়েছেন। প্রস্তুতি ম্যাচটিতে আসলে বিশেষ নজর থাকবে মাশরাফি ও তামিমের দিকেই। দুইজনই যে দীর্ঘদিন দলে খেলার মধ্যে নেই। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২৬ অক্টোবর। এরপর থেকে জাতীয় দলের কোন ওয়ানডে খেলা না থাকায় মাশরাফি খেলতে পারেননি। আবার তার সামনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাপও আছে। একটা সময় মনে করা হয়েছিল মাশরাফি বোধ হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না। কিন্তু শেষপর্যন্ত তিনি খেলবেন। ওয়ানডে সিরিজে নামার আগে নিজেকে একটু ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি। তামিমতো ইনজুরি থেকে ফিট হয়ে না ওঠায় এতদিন খেলতেই পারেননি। এশিয়া কাপে ১৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি খেলেন তামিম। এরপর ইনজুরিতে পড়ায় আর এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক কোন খেলাই খেলতে পারেননি। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজেও তামিম ফিট হননি, তাই খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি। এবার ওয়ানডে সিরিজ দিয়েই ফেরার আশা করছেন। তার আগে প্রস্তুতি ম্যাচটিতে নিজের অবস্থা বুঝতে পারবেন তামিম। আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন এশিয়া কাপে। সেখান থেকে সেরে উঠে জিম্বাবুইয়ের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আবার চোট পান তামিম। তাই ফেরা হয়নি। সেখান থেকে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। কাঁধের ইনজুরিতে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যাওয়া আরেক ওপেনার ইমরুল কায়েসও থাকছেন। তাছাড়া ধারাবাহিকতার কারণে নির্বাচকদের পর্যবেক্ষণে থাকা ওপেনার সৌম্য সরকারও আছেন। একাদশে অনিয়মিত আরিফুল হকের জন্যও সুযোগ নিজেকে প্রমাণের। মোহাম্মদ মিঠুনও নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন। সাকিবও অবশ্য এশিয়া কাপের পর জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। টেস্ট সিরিজেও খেলা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন। দুর্দান্ত খেলে সিরিজ সেরাও হয়েছেন। তাই প্রস্তুতি ম্যাচে সাকিব না খেলে ওয়ানডে সিরিজেই নামবেন।
×