ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনার পদ্মার খালে আটকে পড়েছে কুমির ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৬:৪৫, ৬ ডিসেম্বর ২০১৮

পাবনার পদ্মার খালে আটকে পড়েছে কুমির ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ ডিসেম্বর ॥ সদর উপজেলার চরকোমরপুরে শুকিয়ে যাওয়া পদ্মা নদীর খালে বর্ষার জলে ভেসে আসা একটি বড় আকৃতির কুমির আটকা পড়েছে। খাদ্য সঙ্কটে কুমিরটি হিংস্র্র হয়ে ওঠায় বিপাকে পড়েছেন কৃষি ও মৎসজীবীরা। ইতোমধ্যে এক জেলেকে কুমির আক্রমণ করায় এলাকায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসন কুমিরটি উদ্ধারে বনবিভাগের সহায়তা চেয়েছেন। গত দশ পনেরদিন ধরে ভেসে বেড়াচ্ছে একটি কুমির। নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে প্রথম দেখতে পান কুমিরটিকে।
×