ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামদর্দ ভার্সিটি প্রতিনিধি দলের নেপাল সফর

প্রকাশিত: ০৬:৪৪, ৬ ডিসেম্বর ২০১৮

হামদর্দ ভার্সিটি প্রতিনিধি দলের নেপাল সফর

হামদর্দ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের অনারারি ডিন, ডায়াবেটিক এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মানব সম্পদ ও চিকিৎসার উন্নয়ন বিষয়ক বৈঠকে অংশগ্রহণের জন্য সম্প্রতি নেপাল সফর করেন। প্রতিনিধি দল নেপালের উপপ্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী উপেন্দ্র যাদব, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষামন্ত্রী গিরি রাজমানী পোখারেল, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা সচিব খাগা রাজ বড়ালসহ মন্ত্রণালয় দুটির উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। আলোচনা বৈঠকে নেপালের ছাত্রছাত্রীদের জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক ফ্যাকাল্টিতে বিশেষ স্কলারশিপ প্রদানের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিনিধি দল সেখানে সাংবাদিক সম্মেলনে হামদর্দের শিক্ষা ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান পিএইচডি, হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ, কাজী মনসুর-উল-হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), ইউনানি বিভাগের প্রধান হাকীম খায়রুল আলম, হামদর্দের নেপালের প্রতিনিধি এবং এম কর্পোরেশন নেপালের প্রেসিডেন্ট টেরি হাসেমী প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×