ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারাভোগ শেষে ১৭ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার

প্রকাশিত: ০৬:৪১, ৬ ডিসেম্বর ২০১৮

কারাভোগ শেষে ১৭ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে পতাকা বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে কারাভোগ করার পর ১৭ বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার। বুধবার বেলা ১১টায় মিয়ানমারের মংডু টাউনশীপ অভ্যন্তরে ১নং এন্ট্রি-এক্সিট পয়েন্টে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্য প্রতিনিধিদল এবং বিজিপির টিং লিনের নেতৃত্বে ৯ সদস্য প্রতিনিধি দলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা শেষে মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট সে দেশে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী ১৭ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
×