ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরিবের পেটে লাথি

প্রকাশিত: ০৬:৩৯, ৬ ডিসেম্বর ২০১৮

গরিবের পেটে লাথি

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জেলা রিটার্নিং অফিসার বরাবরে দাখিলকৃত সরকারী সাহায্যের চাল বিতরণ বন্ধ করার আবেদন ঘিরে জেলাজুড়ে তোলপাড় চলছে। বিশেষ করে উখিয়া টেকনাফ এলাকায় বিএনপি প্রার্থীর ওপর নাখোশ হয়ে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। জানা যায়, রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হিসেবে উখিয়া- টেকনাফে গরিব অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণ বন্ধ রাখতে রিটার্নিং অফিসারকে দরখাস্ত দিয়েছেন উখিয়া-টেকনাফে বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। অথচ রোহিঙ্গাদের আগমনে চরম ক্ষতিগ্রস্ত উখিয়া টেকনাফে আগামী ২ বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা অধ্যুষিত এলাকার ৪০ হাজার মানুষের জন্য ৩০ কেজি করে প্রতি মাসে চাল দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ওই বরাদ্দের চাল পেয়ে এ অঞ্চলের হতদরিদ্র পরিবারগুলো প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে। কিন্তু আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির টিকেটে সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী ওসব চাল বিতরণ বন্ধ রাখতে জেলা রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগ দিয়েছেন। ভোটের রাজনীতির জন্য গরিব মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য তিনি নানা কৌশল নিয়েছেন বলে মন্তব্য করেন বহু ভোটার। সূত্র জানায়, রাহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হিসেবে উখিয়া- টেকনাফে গরিব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ বন্ধ রাখলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে উখিয়া টেকনাফ এলাকার অন্তত ৫০ হাজার মানুষ। একদিকে লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ, সাধারণ ব্যক্তিদের জমি-জমা দখল করে ঝুপড়ি তৈরি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্বিগুণ দাম ও স্থানীয় শ্রমবাজারে রোহিঙ্গারা ভাগ বসানোর কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এসব বিষয় বিবেচনায় এসে সরকার রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলের হতদরিদ্র মানুষের কাছে আগামী আরও দুই বছর ধরে ভিজিএফের চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির টিকেটে উখিয়া টেকনাফ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী রিটার্নিং অফিসার বরাবরে ২৫ নবেম্বর দাখিলকৃত দরখাস্তে উল্লেখ করেছেন, ভিজিএফ চালের বস্তার গায়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবির ছাপ লাগানো হয়েছে, সেহেতু আমার আসনের বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিএফ প্রকল্পের চাল বিতরণ বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক। ভিজিএফ কার্ডধারী অনেকে অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। আমরা চাল সহায়তা পাচ্ছি সরকারের। এতে বিএনপি প্রার্থীর মাথাব্যথার কারণ হতে পারে না। তারা আরও বলেন, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ভিজিএফের চাল বরাদ্দ বন্ধ রাখার জন্য দরখাস্ত দেয়া মানেই গরিবের পেটে লাথি মারার সমান।
×