ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে এক লাখ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৬:৩৮, ৬ ডিসেম্বর ২০১৮

রাজধানীতে এক লাখ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় থেকে অভিনব পন্থায় গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচারের সময় এক লাখ ৪ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ জব্দসহ দুজনকে আটক করেছে র‌্যাব-২। আটককৃতরা হলেনÑ মামুন হাওলাদার (২৬) ও মোঃ মানিক (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নাবিস্কো মোড়ে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। সূত্র জানায়, টেকনাফ ও কক্সবাজারের কতিপয় মাদক ব্যবসায়ী আকাশ পথে কক্সবাজার-ঢাকা যাতায়াত করছে এবং তারা ইয়াবা অভিনব পন্থায় গ্যাসের সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকিয়ে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি যেমন ফ্যান, ওয়াশিং মেশিন, এসি ইত্যাদির ভেতর লুকিয়ে পরিবহন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে ব্যবসা করে আসছিল। নিয়মিত আভিযানে মাদকের চোরাচালান, চোরাকারবারি, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপকে থামার জন্য সঙ্কেত দেয়া হয়। র‌্যাবের উপস্থিত টের পেয়ে চালক ও হেলপার পিকআপ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
×