ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই মামলায় মইনুল হোসেনের ছয় মাসের জামিন

প্রকাশিত: ০৬:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮

দুই মামলায় মইনুল হোসেনের ছয় মাসের জামিন

স্টাফ রিপোর্টার ॥ ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুর ও জামালপুরের মানহানির দুই মামলায় ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত করে নথি তলব করেছে আদালত । একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো-সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। রব্বানীর মনোনয়ন যাচাই-বাছাইয়ের নির্দেশ ॥ একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে বাছাইয়ের নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইসির আপীল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো-সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।
×