ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রায় এক বছরেও ঢাবি অধিভুক্ত সাত কলেজের ফল প্রকাশ হয়নি

প্রকাশিত: ০৫:৫৫, ৬ ডিসেম্বর ২০১৮

প্রায় এক বছরেও ঢাবি অধিভুক্ত সাত কলেজের ফল প্রকাশ হয়নি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক বছর পার হয়ে গেলেও পরীক্ষার ফল প্রকাশ হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। আগামী দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ না হলে সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বেলা আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করেন উক্ত কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ইয়াতুন নেসা রুমার সঞ্চালনায় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অধিভুক্ত সাত কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ১৮ জানুয়ারি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দশ মাস অতিবাহিত হলেও ফল প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবি নিয়ে ৩০ অক্টোবর ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন। সে সময় উপাচার্য পনেরো দিনের মধ্যে ফল প্রকাশ করার আশ্বাস দিয়েও ফল প্রকাশ করা হয়নি। এমতাবস্থায় গত ১৮ নবেম্বর ফের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করলে নবেম্বর মাসের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেয়। কিন্তু নবেম্বর মাস অতিবাহিত হলেও ফল প্রকাশ হয়নি। এমতাবস্থায় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা জানায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা। ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মানিক জনকণ্ঠকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকাকালে এমনিতে সেশনজটে ছিলাম। ঢাবির অধীনে আসার পর পরীক্ষা দেয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনও ফল হাতে পাইনি। আমাদের সঙ্গে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে মাস্টার্স পাস করে বের হয়ে গেছেন। ফল প্রকাশ না হওয়ায় আমরা চাকরিতে আবেদন করতে পারছি না। আমরা চাই অবিলম্বে ডিগ্রী শেষ বর্ষের ফল প্রকাশ করা হোক। আগামী দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা না হলে আমরা অবরোধ কর্মসূচী দিতে বাধ্য হব।
×