ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্নোগ্রাফিক কনটেন্ট সরাচ্ছে টাম্বলার

প্রকাশিত: ০৫:৩১, ৬ ডিসেম্বর ২০১৮

পর্নোগ্রাফিক কনটেন্ট সরাচ্ছে টাম্বলার

প্ল্যাটফর্ম থেকে সব ধরনের পর্নোগ্রাফিক কনটেন্ট সরানোর পরিকল্পনার কথা জানিয়েছে টাম্বলার। ১৭ ডিসেম্বর থেকে এটি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য যৌন হয়রানিমূলক ছবি প্রকাশ করার দায়ে সম্প্রতি এ্যাপ স্টোর থেকে টাম্বলার এ্যাপটি সরিয়ে নেয় এ্যাপল। এর কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মের জন্য নতুন নীতিমালা দিল সামাজিক মাধ্যমটি। এক পোস্টে টাম্বলার প্রধান জেফ ডি’ওনোরিও বলেন, সব সময়ই এই ধরনের কনটেন্টে টাম্বলারের ‘শূন্য সহনশীলতা নীতিমালা’ চালু ছিল, কিন্তু তারা সাইটের নিরাপত্তা বাড়াতে চাচ্ছিলেন। আমাদের পদক্ষেপ আমাদের কমিউনিটির জন্য ভালবাসা এবং ভরসা থেকে এসেছে,’ যোগ করেন তিনি। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, টাম্বলারের নতুন নীতিমালায় গ্রাহক ‘যৌনাঙ্গ বা নারীর স্তনবৃন্ত দেখা যায়’ এমন কোন ছবি আপলোড করতে পারবেন না। এছাড়া ছবিতে কোন কিছু বাস্তব মনে হলে সেগুলোকে আসল বলেই ধরে নেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×