ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে চাহিদার মাত্র ৩ শতাংশ তুলা উৎপাদিত হয়

প্রকাশিত: ০৫:২৮, ৬ ডিসেম্বর ২০১৮

দেশে চাহিদার মাত্র ৩ শতাংশ তুলা উৎপাদিত হয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পোশাক শিল্পে তুলার চাহিদা অনেক। কিন্তু দেশে উৎপাদিত তুলা চাহিদার মাত্র ৩ শতাংশ পূরণ করে থাকে। আর বাকি ৯৭ শতাংশ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে তুলা চাষে টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও তুলা চাষের সময়কাল (জুলাই-ডিসেম্বর) বেশি হওয়ায় কৃষকরা তুলা চাষে আগ্রহ হারাচ্ছেন। তাই তুলা চাষের সময়কাল কমিয়ে তুলার উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রজাতি ও টেকসই উন্নয়নের জন্য গবেষণা করছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। তুলার উৎপাদন বৃদ্ধি করতে তুলা চাষের সময়কাল কমানো এবং নতুন প্রজাতি নিয়ে গবেষণা করছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। এতে কৃষকের জন্য তুলা চাষে অপেক্ষা করছে অপার সম্ভাবনা। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর।
×