ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশুদের খেলাধুলার ব্যতিক্রম আয়োজন

প্রকাশিত: ০৫:২৭, ৬ ডিসেম্বর ২০১৮

শিশুদের খেলাধুলার ব্যতিক্রম আয়োজন

গত এক বছর ধরে ব্যতিক্রমী একটি কর্মসূচী পালন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এরসঙ্গে চলতি মাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ব্র্যান্ড সার্ফ এক্সেল। যানজট নিরসন, নগরবাসীর মধ্যে সামাজিকীকরণ বৃদ্ধি এবং খোলা আকাশের নিচে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিমাসে একদিন ‘ব্যক্তিগত গাড়িমুক্ত মানিকমিয়া এভিনিউ’ শিরোনামে এই কর্মসূচী পালন করা হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর এই কর্মসূচীর এক বছর পূর্তি উদযাপন করা হবে। ওইদিন স্বাভাবিক কর্মসূচীর সঙ্গে ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেলের পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন থাকবে। এ আয়োজন সম্পর্কে ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস আলম বলেন, খেলাধুলা শিশুদের অন্যতম প্রধান অধিকার। এই বিশ্বাস থেকে সার্ফ এক্সেল মনে করে, প্রতিভা বিকাশে শিশুদের এই অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ খেলার মাধ্যমেই শিশুরা অনেক কিছু শিখে। আর এভাবে শিখতে গেলে কাপড়ে কঠিন দাগ লাগতেই পারে। সেই দাগ দূর করে শিশুদের পুনরায় তাদের জগতে ফিরে যেতে সাহায্য করে সার্ফ এক্সেল। কর্মসূচী সম্পর্কে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান জানান, ২০০৬ সাল থেকে প্রতিবছর ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতি মাসের প্রথম শুক্রবার এ কর্মসূচী পালিত হয়ে আসছে। এ কর্মসূচীতে গড়ে প্রায় ৫০০ লোক সমবেত হচ্ছে। শিশু-কিশোর, নারী-পুরুষ, প্রবীণ, প্রতিবন্ধী নির্বিশেষে সব ধরনের মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বাংলাদেশে নতুন হলেও বিশ্বের অনেক দেশেই এমন ব্যবস্থা দীর্ঘদিন ধরে আছে।-বিজ্ঞপ্তি
×