ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন সিনেটররা দায়ী করলেন সৌদি যুবরাজকে

প্রকাশিত: ০৫:২২, ৬ ডিসেম্বর ২০১৮

মার্কিন সিনেটররা দায়ী করলেন সৌদি যুবরাজকে

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সিআইএ’র ব্রিফিং শোনার পর ওই ঘটনার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায় দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন সিনেটররা। এ বিষয়ে আগের চেয়েও বেশি নিশ্চিত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন তারা। ইয়াহু নিউজ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জিনা হাস্পেলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘এই কাজটি এমবিএসের (মোহাম্মদ বিন সালমান) কমান্ড ও তার অধীনে থাকা লোকজনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে, এই সিদ্ধান্তে না আসার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকতে হবে।’ মোহাম্মদের নিন্দা করতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে তিনি বলেন, হয়ত অভিযুক্ত করার মতো কোন ‘ধূমায়িত বন্দুক’ সেখানে ছিল না কিন্তু ‘ধূমায়িত করাত’ তো ছিল। এ মন্তব্যের মাধ্যমে গ্রাহাম একটি হাড় কাটার করাতের দিকে ইঙ্গিত করেছেন, যেটি খাশোগির মৃতদেহ টুকরা টুকরা করতে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ পর্যন্ত তাদের সবচেয়ে কঠোর কিছু অভিযোগ তুলে ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সিনেটরা জানিয়েছেন, তারা এখনও এমন একটি প্রস্তাব পাস করতে চান যাতে ‘যুক্তরাষ্ট্র খাশোগি হত্যার নিন্দা করে’ সৌদি আরবকে একটি বার্তা দিতে পারে।
×