ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় নিপুণ ও রুমার রিমান্ড নাকচ

প্রকাশিত: ০৮:২২, ৫ ডিসেম্বর ২০১৮

নাশকতার মামলায় নিপুণ ও রুমার রিমান্ড নাকচ

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। এক্ষেত্রে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে যে কোন একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। নয়াপল্টনে নাশকতার একটি মামলায় গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোঃ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম দুজনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে ১৬ নবেম্বর পল্টন থানার নাশকতার অন্য এক মামলায় এ দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২২ নবেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরই এই মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ, যা গতকাল নামঞ্জুর হয়। গতকাল শুনানির জন্য কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষে আইনজীবী নিপুণ রায়ের বাবা এ্যাডভোকট নিতাই রায় চৌধুরী ও আইনজীবী সানাউন্নাহ মিয়াসহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। ওই সময় নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। ১৫ নবেম্বর সন্ধ্যার পর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়। গত ১৪ নবেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ পৃথক ৩টি মামলা দায়ের করে। ওই মামলাগুলোয় গত ১৫ নবেম্বর ৩৮ জনকে ৫ দিনে রিমান্ডে পাঠায় আদালত। একই সঙ্গে অপর ২৭ আসামির রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
×