ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসইসি আদর্শ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৫, ৫ ডিসেম্বর ২০১৮

বিএসইসি আদর্শ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিধিমালা ও আইনকানুন পরিপালনের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দক্ষতা ও সক্ষমতায় সন্তোষও প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শেয়ারবাজারের উন্নয়নে অবদানের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন। অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর বিএসইসি পুনর্গঠন করা হয় যে কমিশনের কয়েক বছর কেটেছে সংস্কারের মধ্যে। এর মাধ্যমে কমিশন শেয়ারবাজারের ভিত্তি মজবুত করেছে। আর এখন শেয়ারবাজারকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কমিশন দক্ষতা ও সক্ষমতার প্রমাণ রাখছে। এ সময় কমিশনের কাজের ওপর সন্তুষ্টি প্রকাশ করেন অর্থমন্ত্রী। বিএসইসির বর্তমান কমিশন শেয়ারবাজারকে ভালভাবেই এগিয়ে নিচ্ছে বলে মত দেন তিনি। দেশের শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য বলে জানান বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি বলেন, শেয়ারবাজার এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান বর্তমান অর্থমন্ত্রীর। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আশাদুল ইসলাম ও বিএসইসির কমিশনারগণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×