ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তায়কোয়ান্দোতে বাংলাদেশের তিন স্বর্ণজয়

প্রকাশিত: ০৬:৩৫, ৫ ডিসেম্বর ২০১৮

তায়কোয়ান্দোতে বাংলাদেশের তিন স্বর্ণজয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ ও দু’টি রুপা জিতেছে বাংলাদেশ তায়কোয়ান্দো দল। ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জেতেন লাল-সবুজের তায়কোয়ান্দোকারা। এর মধ্যে দলগত অনুর্ধ-৩০ বিভাগের পুমসেতে বিজেএমসির ইমতিয়াজ ইবনে আলী, আনসারের উজ্জল কুমার দেব ও বিজেএমসির ক্য ওয়ান চাক একটি স্বর্ণপদক জেতেন। অনুর্ধ-১৫ বিভাগে সামির খান ও -৮০ কেজি ওজন শ্রেণীতে আনসারের উজ্জল কুমার দেব বাকি দু’টি স্বর্ণপদক জেতেন। এছাড়া +৮৭ কেজিতে বিজেএমসির ইমতিয়াজ ইবনে আলী ও -৫৪ কেজিতে একই দলের ক্য ওয়ান চাক একটি করে রুপা জেতেন।
×