ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ ভক্তদের ওপর ম্যারাডোনার আক্রোশ

প্রকাশিত: ০৬:৩৪, ৫ ডিসেম্বর ২০১৮

প্রতিপক্ষ ভক্তদের ওপর ম্যারাডোনার আক্রোশ

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জিততে ব্যর্থ এবং পরের মৌসুমে ওপরের ডিভিশনে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। রবিবার চ্যাম্পিয়নশিপ ম্যাচের দ্বিতীয় লেগে দিয়েগো ম্যারাডোনার ক্লাব ডোরাডোস হেরে গেছে অতিরিক্ত সময়ে গোল হজম করে। ফলে এ্যাটলেটিকো স্যান লুইস দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় তুলে নিয়ে শিরোপা জিতেছে। এরপর ডোরাডোস কোচ ম্যারাডোনা যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন সে সময় স্যান লুইসের ভক্ত-সমর্থকরা তার প্রতি কটূক্তি ছুড়েন। সেটা আর সহ্য করতে পারেননি আর্জেন্টাইন এ সুপারস্টার। ক্রুদ্ধ হয়ে তিনিও পাল্টা গালাগাল দিয়েছেন। এ বছরই মেক্সিকোর সিনালোয়া প্রদেশের দল ডোরাডোসের কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন ম্যারাডোনা। আর্জেন্টাইন এ সুপারস্টারের দ্বিতীয় বিভাগের এমন একটি দলে দায়িত্ব নেয়ায় অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু কিংবদন্তি এ তারকা তখন জানিয়েছিলেন, পুনর্জন্ম ঘটেছে তার এবং এটাতেই খুশি তিনি। সময়টা ভালই কাটছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে আর পুরোপুরি তুষ্টি নিয়ে মৌসুম শেষ করতে পারলেন না। চ্যাম্পিয়নশিপ ম্যাচের দ্বিতীয় লেগে হেরে গেছে তার দল এবং সামগ্রিকভাবেই হয়েছে হার। এরপর প্রতিপক্ষ দল স্যান লুইসের দর্শকরা তাকে দেখেই চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘হজম করো এটা ম্যারাডোনা।’ আর এতে দারুণ ক্ষিপ্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ম্যারাডোনা পাল্টা চিৎকারে বলেছেন, ‘কুকুরের বাচ্চারা, কাছে এসে দাঁড়িয়ে আমার মুখের ওপর বল কথাটা!’ পরে নিরাপত্তারক্ষীরা তাকে পাহারা দিয়ে লিফটে উঠিয়ে নেন এবং স্টেডিয়ামের বাইরে পর্যন্ত দিয়ে আসেন। ফাইনাল লেগে ম্যারাডোনাকে ডাগআউটে থাকতে দেয়া হয়নি, তাকে দর্শক গ্যালারিতে বসেই খেলা উপভোগ করতে হয়েছে। কারণ প্রথম লেগে ডোরাডোস ১-০ গোলে জয়ের ম্যাচে তিনি এক ম্যাচ কর্মকর্তাকে নাজেহাল করেন অপমানসূচক কথা বলে। পেনাল্টির দাবিতে ওই আচরণ করেছিলেন ম্যারাডোনা এবং সে জন্য দ্বিতীয় লেগে তাকে দলের ডাগআউট থেকে বহিষ্কার ঘোষণা করা হয়। আর তাতেই এমন অযাচিত ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি।
×