ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎই টেস্ট ছাড়ার ঘোষণা হাফিজের

প্রকাশিত: ০৬:৩৩, ৫ ডিসেম্বর ২০১৮

হঠাৎই টেস্ট ছাড়ার ঘোষণা হাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলে ক্রমাগত উপেক্ষার শিকার মোহাম্মদ হাফিজ রাগে-ক্ষোভে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তটা প্রায় নিয়ে ফেলেছিলেন। দীর্ঘ দুই বছর পর গত অক্টোবরে অনেকটা নাটকীয়ভাবে টেস্ট দলে ডাক পান অস্ট্রেলিয়া সিরিজে। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে উপেক্ষার দাঁতভাঙ্গা জবাবটাও দিয়েছিলেন। অথচ পরের সিরিজেই সাদা পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটাই হতে যাচ্ছে হাফিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। মঙ্গলবার দ্বিতীয়দিনের খেলা শেষে সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘পাকিস্তানের হয়ে আরও বেশিদিন রঙিন পোশাকে (ওয়ানডে-টি২০) খেলার লক্ষ্যে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটিই আমার শেষ টেস্ট ম্যাচ। দীর্ঘদিন ভক্তদের যে ভালবাসা, দলের সতীর্থ ও ম্যানেজমেন্ট থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি সন্তুষ্ট।’ ২০০৩ থেকে এ পর্যন্ত ৫৪ টেস্টে ১০ সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরির সাহায্যে ৩,৬৪৪ রান করেছেন হাফিজ। সেঞ্চুরিতে প্রত্যাবর্তন হলেও চলতি সিরিজে ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন যথাক্রমে ২০, ১০, ৯ ও ০ রানে।
×