ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত সিংহাসন হারাবে, যদি...

প্রকাশিত: ০৬:৩২, ৫ ডিসেম্বর ২০১৮

ভারত সিংহাসন হারাবে, যদি...

স্পোর্টস রিপোর্টার ॥ সুপার বিরাট কোহলির নেতৃত্বে দুই বছরের বেশি সময় ধরে আইসিসি টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করে রেখেছে ভারত। ২০১৬ সালের অক্টোবরে ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। গত ২৫ মাস ধরে অবস্থানটা ধরে রেখেছে তারা। টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের সবচেয়ে দীর্ঘ যাত্রা এটিই। বর্তমানে ১১৬ পয়েন্ট নিয়ে র?্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়া সফরে শুরু হবে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ ড্র করলেই কোহলির দল শীর্ষস্থান ধরে রাখবে। সিরিজ ড্র হলে ভারত ২ পয়েন্ট হারাবে, তবে অবস্থানের কোন পরিবর্তন হবে না। এক টেস্টের ব্যবধানে সিরিজ জিতলে আগের ১১৬ পয়েন্টই থাকবে। আরও বড় ব্যবধানে জিতলে পয়েন্ট বাড়বে। ৪-০তে জিতলে তাদের পয়েন্ট বেড়ে হবে ১২০। উল্টোটা হলেই কিন্তু ভারতকে সিংহাসন হারাতে হবে। মানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যদি ৪-০তে জিততে পারে তাহলে ভারতকে হটিয়ে শীর্ষস্থান দখল করবে তারা। ভারত নেমে যাবে তিন নম্বরে। তখন ইংল্যান্ডের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকবে ভারত। ইংল্যান্ড বর্তমানে ১০৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ১০৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ১০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে, নিউজিল্যান্ডেরও সমান ১০২ পয়েন্ট, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে চার নম্বরে আছে কিউইরা। আবুধাবিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান তৃতীয় টেস্ট ড্র হলে কিংবা পাকিস্তান জিতলে অস্ট্রেলিয়া চার নম্বরে চলে যাবে। তবে শীর্ষে উঠতে কাজটা অস্ট্রেলিয়ার নিজেদেরই করতে হবে। অর্থাৎ ভারতকে ৪-০তে হারাতে হবে। আবার নিজেরা ৪-০তে হারলে অস্ট্রেলিয়াকে কিন্তু ছয় নম্বরে নেমে যেতে হবে।
×