ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোল্টের জায়গা নিতে চান দুই মার্কিন স্প্রিন্টার

প্রকাশিত: ০৬:৩১, ৫ ডিসেম্বর ২০১৮

বোল্টের জায়গা নিতে চান দুই মার্কিন স্প্রিন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট অবসর নিয়েছেন। এরপর থেকেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগত আগ্রহ কাড়তে ব্যর্থ হয়েছে। কারণ এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে গতিময় তারকা ছিলেন তিনিই। এরপর থেকে তেমন কেউ আসেননি যাকে জ্যামাইকান গতি ‘বিদ্যুত’ বোল্টের ধারে কাছে বিবেচনা করা যায়। তবে সম্প্রতি দুই তরুণ আমেরিকান স্প্রিন্টার নজর কেড়েছেন। ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ান কোলম্যান ও ২১ বছর বয়সী মাইকেল নরম্যান এই মুহূর্তে বিশ্বর‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন। গত কয়েকটি মৌসুমে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন কোলম্যান। ৬০ মিটারের ইনডোর ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছেন ৬.৩৪ সেকেন্ড সময় নিয়ে। আর বিশ্ব ইনডোরে গত মার্চে জিতেছেন স্বর্ণপদক। তবে টেনেসি থেকে উঠে আসা এ স্প্রিন্টার ইনজুরিতে পড়েন। গত বছর লন্ডনে তিনি জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে রৌপ্য জিতেছিলেন বিশ্ব ইনডোরে। হ্যামস্ট্রিং ইনজুরির যন্ত্রণায় থাকা কোলম্যান বলেন, ‘গত মৌসুম আমার জন্য সত্যিই বিশেষ কিছু ছিল। কিন্তু আমার কখনই এমন ধরনের ইনজুরি হয়নি। সেটার মধ্য দিয়েই এখন পর্যন্ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কাজ চালিয়ে গেছি। এরপর আমি ভাল টাইমিং গড়েছি, ডায়মন্ড লীগ জিতেছি। সে কারণে খুবই বিশেষ এক মৌসুম কেটেছে। আমি অনেক খুশি যে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি।’ আসলেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন কোলম্যান। ব্রাসেলসে মৌসুম শেষের প্রতিযোগিতায় ৯.৭৯ সেকেন্ড টাইমিং গড়েন ১০০ মিটারে। এই টাইমিংটি ছিল তার সম্মিলিতভাবে ইতিহাসের সপ্তম দ্রুততম। আগামী বছরটা আরও ভাল যাবে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তিনি। কোলম্যান বলেন, ‘আমার মনে হয় ২০১৯ আরও ভাল হবে।’ অস্বস্তিকর গরমের কারণে অক্টোবরে দোহার আউটডোর চ্যাম্পিয়নশিপ পেছানো হয়েছে। ইনডোর ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও মূলত আউটডোরের দিকেই রাখছেন কোলম্যান। তিনি বলেন, ‘যে কোন কিছুই করা সম্ভব হতে পারে যদি মানসিকভাবে চ্যাম্পিয়নশিপসের জন্য প্রস্তুত হওয়া যায়। আমি সেখানে যাব জেতার জন্যই।’ কোলম্যানের মতোই দারুণ সাফল্য পেয়েছেন নরম্যানও। ৪০০ মিটারে তার ইউজিনে গড়া ৪৩.৬১ সেকেন্ড টাইমিং ইতিহাসের ষষ্ঠ দ্রুততম। এর মাত্র কিছুদিন আগেই তিনি বিশ্ব ইনডোরের ৪০০ মিটারে বিশ্বরেকর্ড গড়েন ৪৪.৫২ সেকেন্ড সময়ে শেষ করে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র বলেন, ‘দোহার দিকে তাকিয়ে আমি অবশ্যই ৪০০ মিটারেই লক্ষ্যস্থির করেছি।’ গত জুনে প্যারিস ডায়মন্ড লীগের ২০০ মিটার স্প্রিন্টে তিনি ১৯.৮৪ সেকেন্ড টাইমিং গড়েছিলেন। আইএএএফ এ্যাথলেটিক্স এ্যাওয়ার্ডসের জন্য দু’জনই মনোনয়ন পেয়েছেন। তাদের ভাবা হচ্ছে বোল্টের যোগ্য উত্তরসূরি। এ বিষয়ে কোলম্যান বলেন, ‘তার সঙ্গে তুলনায় আসতে পেরে গর্বিত বোধ করছি। আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে লড়াই করার। সেটা আমার অনেক বড় পাওয়া। আমার বেড়ে ওঠা এবং ফিল্ডে দৌড়ানোর সবকিছুতেই তাকে আইডল হিসেবে মানি। খুবই দুঃখবোধ করেছি তিনি এভাবে সরে দাঁড়ানোয়। উসাইন বোল্টের মতো কিংবদন্তির সঙ্গে আমরা কোনভাবেই তুলনীয় হতে পারি না। আমরা কোলম্যান ও নরম্যান হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।’
×