ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাইক্রোসফট অফিসের আইকন বদলে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৫৮, ৫ ডিসেম্বর ২০১৮

মাইক্রোসফট অফিসের আইকন বদলে যাচ্ছে

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন অথচ মাইক্রোসফট অফিসের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ পাওয়া দুস্কর। অফিস করলেই যে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হয় বিষয়টা সেরকম না। বরং একজন সাধারণ মানুষেরও দরকার হয় মাইক্রোসফটের এই এ্যাপ্লিকেশনগুলো। মাইক্রোসফট কিছুদিন পর পর এই এ্যাপ্লিকেশনগুলো হালনাগাদ করে থাকে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে তাদের এ্যাপ্লিকেশনগুলোর আইকন বদলের। নতুন প্রস্তাবিত আইকনগুলো এর আগের আইকনের চেয়ে অনেক বেশি আধুনিক এবং দৃষ্টিনন্দন। আগের চেয়ে বেশি রং যুক্ত এবং আগের চেয়ে ডিজাইন বা ধরনে এসেছে ভিন্নতা। সাধারণত তিন থেকে চার বছর পর পর মাইক্রোসফট তাদের এই আইকনে পরিবর্তন নিয়ে আসে। এর আগের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় পরিবর্তনে একটা ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা থাকলেও হঠাৎ দেখলে নতুনত্বটা চোখে পরবেই। কেননা এর আগে কখন এতে সলিড কালার বা গাঢ় রং এর ব্যাপকতা এত ছিল না। তাছাড়া এর সম্পূর্ণ ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। তবে শুধু আইকনেই কি এই পরিবর্তন সীমাবদ্ধ থাকবে নাকি ফিচার বা সুবিধাও যুক্ত হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে আইকন পরিবর্তনের বিষয়ে অফিস ডিজাইনের প্রধান, জন ফ্রেইডম্যান বলেছেন, ‘আমরা ডিজাইন করার সময় মাইক্রোসফট অফিসের সফল পথচলার ইতিহাস মাথায় রেখেছি। তাছাড়া এর আইকনে গাঢ় রং সব সময়ই প্রাধান্য ছিল। আর নতুন আইকনের মাধ্যমে আমাদের বিবর্তনকে তুলে ধরার প্রয়াস ছিল। তাই নতুন আইকনে কিছুটা গাঢ়, কিছুটা হালকা রঙের বিবর্তনের ইতিহাসের পাশাপাশি এর বৈশিষ্ট্য এবং আপন করে নেয়ার বিষয়টিও ফুটে উঠবে।’ -ইয়াহু নিউজ
×