ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাল সনদ ও ভুয়া পরিচয় ॥ কনস্টেবল মালেককে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৮, ৫ ডিসেম্বর ২০১৮

জাল সনদ ও ভুয়া পরিচয় ॥ কনস্টেবল মালেককে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ জাল সনদ ও মুক্তিযোদ্ধা সন্তানের ভুয়া পরিচয় দিয়ে চাকরিরত ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল আবদুল মালেকের আগাম জামিনের আবেদন গ্রহণ না করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে দলটির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দায়ের হওয়া ২০ মামলায় ২ মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশালের সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট, ১০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মুক্তিযোদ্ধা সন্তানের ভুয়া পরিচয় দিয়ে চাকরিরত ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল আবদুল মালেকের আগাম জামিনের আবেদন গ্রহণ না করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবদুল মালেকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএ আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। এছাড়াও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ নওশের আলী মোল্লা। মামলার বিবরণী থেকে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল আবদুল মালেক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসের কথা উল্লেখ করেন। আবেদনপত্রের সঙ্গে বাবা হিসেবে মোঃ আবদুর রাজ্জাকের মুক্তিযোদ্ধার সনদপত্র দাখিল করেন। কিন্তু তিনি এসএসসি পাস করেননি এবং তার বাবার নাম মোঃ আবদুর রাজ্জাক নয়, মোঃ আবদুস সাত্তার। কনস্টেবল আবদুল মালেকের জালিয়াতির বিষয়টি উদঘাটন হলে দুদকের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম গত ৫ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানালে আদালত তার আবেদন না মঞ্জুর করেন এবং তাকে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। রফিকুল আলম মজনুর ২০ মামলায় জামিন ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে দলটির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দায়ের হওয়া ২০ মামলায় ২ মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রফিকুল আলম মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এম. মাসুদ রানা ও এ্যাডভোকেট রমজান আলী। চেয়ারম্যান ও মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ ॥ ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশালের সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ আমান ও মেম্বার মোঃ জাহাঙ্গীর হোসেন খান কে আগাম জামিন দেয়নি হাইকোর্ট, ১০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
×