ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন স্থগিতের আবেদনে নো অর্ডার ॥ পরবর্তী শুনানি কাল

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ডিসেম্বর ২০১৮

খালেদার জামিন স্থগিতের আবেদনে নো অর্ডার ॥ পরবর্তী শুনানি কাল

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে চেম্বার বিচারপতি। একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর দিন নির্ধারণ করে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই আদেশ দেন। আদেশের ফলে এই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রইল। বিএনপি চেয়ারপার্সনের পক্ষে শুনানি করেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৮ নবেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে রায় দেন। এর আগে ১৩ সেপ্টেম্বর কুমিল্লা বিশেষ জজ আদালত-১ এর বিচারক কে এম সামছুল আলম এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্টে আপীল করেন খালেদা জিয়া। ২৪ অক্টোবর আপীল শুনানির জন্য গ্রহণ করে এ মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে রুল জারি করে আদালত। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে মঙ্গলবার হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে রায় দেন।
×