ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ॥ মিলার

প্রকাশিত: ০৫:৪৬, ৫ ডিসেম্বর ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ॥ মিলার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠানোর জন্য বহির্বিশ্ব ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগ করেছে। যে কারণে মিয়ানমার আপনাদের ফেরত নেয়ার কথা বলছে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনার পাড়া নোম্যানস ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রদূত রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, আমি বাংলাদেশে নতুন এসেছি, তাই আপনাদের দেখার জন্য এখানে এসেছি। এসেছি আপানাদের সুখ-দুঃখের কথা জানার জন্য।
×