ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাছে জাপার আশা ৫৫ আসন ॥ রাঙ্গা

প্রকাশিত: ০৫:৪৬, ৫ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের কাছে জাপার আশা ৫৫ আসন ॥ রাঙ্গা

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দু’দিনের মাথায় ফের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাতে তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার নিয়মিত হাসপাতালে আসা-যাওয়াকে ‘ভিন্নভাবে নেয়ার কিছু নেই’ বলে জানিয়েছেন দলের নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার জাপা চেয়ারম্যানে বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শতভাগ ভাল আছেন, সুস্থ আছেন। তিনি বলেন, সকালে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙা, ছেলে সাদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। নিয়মিত মেডিক্যাল চেক-আপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু দলের স্বার্থেই ১০ ডিসেম্বরের আগে যাচ্ছেন না তিনি। এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, মহাজোটের সঙ্গে এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। আগামী ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যারা নির্বাচনে জিততে পারবে এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে তাদেরই মনোনয়ন দেয়া হবে বলেও জানান মসিউর রহমান রাঙ্গা। মহাজোটের বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে মহাজোটের প্রার্থী তালিকা। তবে, জাতীয় পার্টি ৫৪ থেকে ৫৫টি আসন প্রত্যাশা করছে, যেখানে জাতীয় পার্টি জিতে আসতে পারবে। এই আসনগুলোতে আমাদের শক্তিশালী প্রার্থী আছে। তবে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
×