ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দণ্ডিতদের মনোনয়ন দিয়ে বিএনপি নাটক করছে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৫:১০, ৫ ডিসেম্বর ২০১৮

দণ্ডিতদের মনোনয়ন দিয়ে বিএনপি নাটক করছে ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপি জানত তাদের অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হবে না। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নাটক করার জন্যই তারা সে সব প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল। জেনেশুনে দলটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, ঋণ খেলাপী ও বিল খেলাপীদের মনোনয়ন দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রতিদিনই মিথ্যাচার করে চলেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপি নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, টার্গেট করে নাকি বিএনপি নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এটা রিজভী আহমেদের মিথ্যাচার। তার কাজ হলো নিয়মিতভাবে মিথ্যা কথা বলে যাওয়া। তিনি বলেন, প্রার্থীদের মনোনয়ন টিকবে না এ আশঙ্কা থেকেই বিএনপির প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে দলীয় ফরম দিয়েছিল। সংবিধানে লেখা আছে, কোন মামলায় দুই বছরের অধিক দ-প্রাপ্ত হলে নির্বাচন করা যাবে না। ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছিল। তিনি এখন বিএনপির নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা। আওয়ামী লীগের মনোনয়নপত্র বাতিল না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল এ বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল। মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করে প্রাথমিক যাচাই বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি তা না করে নাটক করার জন্য অনেক বেশি প্রার্থী মনোনয়ন দিয়েছে। মির্জা ফখরুল জানতেন যে, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হবে না। তারপরও তিনি মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়ায় কান্না করছেন।
×