ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আপীলেও ॥ রিজভী

প্রকাশিত: ০৫:০৮, ৫ ডিসেম্বর ২০১৮

প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আপীলেও ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের পর আপীলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, রাজশাহীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ও নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিলের সার্টিফায়েড কপি এখনও দেয়া হয়নি। অথচ আপীলের জন্য বুধবারই শেষ দিন। রিটার্নিং কর্মকর্তারা বিএনপির সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করছে। তিনি বলেন, সরকারের নির্দেশে রিটার্নিং কর্মকর্তারা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করছে। রিজভী বলেন, ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের কাগজপত্র আটকে রাখা অত্যন্ত নিন্দনীয় কাজ। কোনভাবেই ব্যারিস্টার আমিনুল হককে আটকাতে না পেরে বানোয়াট কাহিনী রচনা করে তার মনোনয়নপত্র বাতিল করে এখন বাতিলের সিদ্ধান্তের প্রয়োজনীয় কাগজপত্রও না দেয়ার উদ্দেশ্যই হলো তিনি যেন আপীল দায়েরের মাধ্যমে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট রিটার্র্নিং অফিসার আনীত কাল্পনিক অভিযোগ খ-ন করতে না পারেন। রিজভী বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অনেক দূরে অবস্থান করছে। বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে বার বার নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার বিষয়ে বার বার অভিযোগ করা হলেও কমিশন থেকে বলা হয়েছে পুলিশ এখন নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া কারও কথা শোনেন না।
×