ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় মন্ত্রী মুজিবুল হক

রেললাইন হবে সব জেলায়, চলবে বুলেট ট্রেন

প্রকাশিত: ০৫:০৬, ৫ ডিসেম্বর ২০১৮

রেললাইন হবে সব জেলায়, চলবে বুলেট ট্রেন

স্টাফ রিপোর্টার ॥ জনগণকে সেবার মনোভাব নিয়ে রাজনীতি করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই রেলওয়ের মাধ্যমে অধিক সংখ্যক যাত্রীকে সেবা দেয়ার লক্ষ্যে বিএনপি আমলের সবচেয়ে অবহেলিত সেবা খাত বাংলাদেশ রেলওয়ে দৃশ্যমান অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তিনি। এরই অংশ হিসেবে ২০১১ সালের ৪ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠা করেন রেলপথ মন্ত্রণালয়। সরকার রেলওয়ের সর্বোচ্চ উন্নয়নের জন্য বাজেটের মোট বরাদ্দের তৃতীয় সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে দেশের সব জেলায় রেললাইন নির্মাণ করা হবে, দেশের সকল বিভাগীয় শহরে চলবে বুলেট ট্রেন। এছাড়া নতুন ব্যবস্থা হিসেবে ইলেক্ট্রিক ট্রেন ও পাতাল রেলও চালু করার মধ্য দিয়ে রেলওয়েতে আমূল পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি। মঙ্গলবার রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজতি ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ-১৮’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রীসহ মন্ত্রণালয় ও রেলপথ বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ ট্রেন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যাত্রীদের মধ্যে চকোলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। এ সময় রেলের সার্বিক উন্নতি ও সেবাগ্রহীতাদের সঠিক সেবা প্রদান করা হচ্ছে কিনা যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে চান। উল্লেখ্য, ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া রেলওয়ের সেবা সপ্তাহ আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পালিত হবে। অধিক নাগরিক সেবাই এ সেবা সপ্তাহ পালনের মূল লক্ষ্য। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিত এ্যাডভোকেট হুমায়ুন কবির, নারী ওয়ার্ড কমিশনার ফারহানা ইসলাম ডলি, স্থানীয় ওয়ার্ড কমিশনার সাইদুল হক শামিম প্রমুখ। এ সময় রেলওয়ের সকল উর্ধতন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, মন্ত্রণালয় গঠনের পর নতুন নতুন রেল ইঞ্জিন, কোচ ক্রয়, পুরাতন রেললাইন সংস্কার করা, গুরুত্ব বিবেচনায় নতুন নতুন রেললাইন নির্মাণ করে নাগরিকদের সেবার এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন। একই সঙ্গে সকল নতুন ও পুরনো স্টেশন ও সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করেছে শেখ হাসিনার সরকার। বর্তমান সরকার উন্নয়নের সরকার। স্বাধীনতার পর একমাত্র আওয়ামী লীগ সরকারই রেলওয়েতে ব্যাপক উন্নয়ন করেছে। বিএনপি-জামায়াত রেলকে ধ্বংস করেছে। আমরা রেলওয়েতে ইতোমধ্যে ৬৮টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছি। ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পার অংশ হিসেবে ২শ’ ৩০টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় ৬ লাখ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন হলে রেলওয়েতে আমূল পরিবর্তন আসবে। আমরা রেলওয়ের সকল যাত্রীকে শতভাগ সেবা দিতে চাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন। মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হার পল্পনায় রেলে ব্যাপক উন্নয়ন করা হয়েছে ও হচ্ছে। বিএনগোল্ডেন হ্যান্ডশেকের নামে রেলকে ধ্বংস করতে একদনে রেল থেকে ১৩ হাজার কর্মীকে ছাটাই করে। একের পর এক রেলপথ ও স্টেশন বন্ধ করে দেয়। আমরা এসে বন্ধ স্টেশন চালু কর। প্রায় ৪০০ শত কিলো রেলপথ নতুন করে স্থাপন করে। বুলেট ও ইলেক্রক ট্রেন চালুর পাশাপাশি দ্রুতগ ট্রেন চালুর সমীক্ষা চলছে। পদ্মাসেতু রেললিংক স্থাপন কাজ দ্রুত চলছে। যমুনা নদীতে রেল্রজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। আমরা পাতাল রেল চালু করবো। দেশের প্রতি জেলায় অতি দ্রুততার সাথে ট্রেন যাবে এ জন্য সরকার কাজ করছে। সভায় রেলপথ সচিব মোফাজ্জেল হোসেন বলেন, আমরা সর্বদা যাত্রীদের সেবা করতে চাই। সেবা বৃদ্ধিসহ তাদের নিরাপত্তা নিশ্চত করতে আমরা কাজ করে যাচ্ছ। সেবা সপ্তাহ উপলক্ষে যাত্রীদের সেবা ও নিরাপত্তা শতভাগ নিশ্চত করতে মাঠ পর্যায়ে কাজ কর। আমরা বিশ্বাস ক ট্রেন যাত্রী আমাদের লক্ষী। তাদের সেবা নিশ্চত করা আমাদের দা¡, কর্তব্য। যাত্রীদেরকে অগ্রাধিকার দিয়েই আমরা রেলপথকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য তিনি সমাজের সকল শ্রেণীর নাগরিকদের সহযোগীতা কামনা করেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম বলেন, রেলওয়েকে এগিয়ে নিতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের আন্তরিকতায় রেলওয়ে নতুন অঅলোর দিকে ছুটছে।এরই অংশ হিসেবে আমরা চলতি সেবা সপ্তাহে রেলেল যাত্রীকে আমরা যাত্রী নয় রেলওয়ের মেহমান হিসেবে দেখবো। তাদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করবো। এমনকি যে কোন অভিযোগ সাথে সাথেই সমাধানের চেষ্টা করবো।
×