ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১২৬ পরিবার পেল ঘর

প্রকাশিত: ০৪:১৬, ৫ ডিসেম্বর ২০১৮

১২৬ পরিবার পেল ঘর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৪ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জে ১২৬ পরিবার পেল সরকারী সহায়তায় তৈরি নতুন ঘর। উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ১২৬টি গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প -২ এর অধীনে ১ লাখ ২০ হাজার টাকা করে একেকটি গৃহহীন পরিবারকে ১টি করে টিনশেড ঘর, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে ঘরগুলোর মালিকদের দায়িত্ব বুঝিয়ে দেন। বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ ডিসেম্বর ॥ মির্জাপুরে সেনাবাহিনী স্থানীয় কৃষক ও খামারিদের গবাদিপ্রাণী ও হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চল এই চিকিৎসা সেবার আয়োজন করে। আরভি এ্যান্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন কর্নেল আব্দুল বাকী পিএসসি। এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মুঃ রেজাউল করিম, মেজর আসাদ, মেজর মুক্তার, মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।
×