ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে জমির ধান লুট ॥ সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ০৪:১৬, ৫ ডিসেম্বর ২০১৮

আমতলীতে জমির ধান লুট ॥ সংঘর্ষে আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ ডিসেম্বর ॥ আমতলী উপজেলার ইলামপুর গ্রামে মঙ্গলবার সকালে জমির কাটা ধান লুট করেছেন বিএনপি নেতা লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, আমতলী উপজেলার ইসলামপুর গ্রামের আনেস শাহা ১শ’ ৩৩ শতাংশ জমি ৩০ বছর পূর্বে মহেজ ফরাজীর কাছ থেকে কবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছে। মঙ্গলবার ওই জমির ধান কেটে আনেস সাহা ও তার লোকজন টমটমে করে বািড় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা বিএনপির সদস্য লাল মিয়া হাওলাদার ও তার লোকজন টমটম আটকে সকল ধান লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন আনেস সাহার লোকজনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে ১৫ জন আহত হয়। বারি ও বাংলাদেশ ব্যাংক সমঝোতা স্মারক স্বাক্ষর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ উপস্থিতিতে বারির গাজীপুরস্থ সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ আব্দুল ওহাব এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার (এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট এবং এসএমএপি’র প্রকল্প পরিচালক) মনোজ কান্তি বৈরাগি স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. তপন কুমার পালসহ অন্য উর্ধতন বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
×