ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বখাটেকে হাজতে নয়, কলেজে পাঠালেন ওসি

প্রকাশিত: ০৪:১৩, ৫ ডিসেম্বর ২০১৮

বখাটেকে হাজতে নয়, কলেজে পাঠালেন ওসি

নিজস্ব সংবাদদাতা,সীতাকু-, চট্টগ্রাম, ৪ ডিসেম্বর ॥ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, পুলিশ বলতে ভয়ঙ্কর বিষয়, পুলিশের সঙ্গে সব সময় সন্ত্রাসী, চোর, বাটপারদের চলাফেরা। কারণ চোর,বাপটার, সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক না থাকলে পুলিশ অন্য সন্ত্রাসী চোর, বাটপারদের আইনের আওতায় আনতে পারবে না। পুলিশের উপরস্থ কর্তাগণ বরাবরই সেøাগান দিয়ে থাকেন ‘পুলিশই জনগণ, জনগণই পুলিশ’ কিন্তু এই ধারণা কিছুসংখ্যক পুলিশের কারণে ম্লান হয়ে যাচ্ছে। তারপরও ভাল কাজ সব সময় ভাল। এরই জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সীতাকু- থানার ওসি মোঃ দেলওয়ার হোসেনের মহানুভবতা! সোমবার সকালে সীতাকু- বালিকা স্কুল এ্যান্ড কলেজ চলাকালীন ইভটিজিংয়ের অভিযোগে আটক করে নিজামপুর কলেজের একাদশ বর্ষের ছাত্র মাহিনকে। চলাফেরা,বাচনভঙ্গি, চুলের কাটিং দেখে যে কেউ মাহিনকে খারাপ হিসেবে ধারণা করবে। আটকের পর অন্যত্র বিয়ে করা পিতার পুত্র মাহিনকে ছাড়াতে থানায় আসেন মা রোকছানা বেগম। এরপর ওসি স্বয়ং সব বিষয় জেনে মাহিনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন মাহিনের পড়ালেখার খরচ বহন করার। মাহিনকে তার মায়ের জিম্মায় দিয়ে বলেন, চুল কেটে রাতে অফিসে আসার জন্য, রাতেই আসার পর মাহিনকে যখন তার পড়ালেখার সব বইপত্র ওসি তুলে দেন তখন মাহিনের মায়ের চোখে পানি ছল ছল করছিল। মাহিন বলেন, আমার পিতা থেকেও নাই, আজ প্রায় ১২ বছর আমাদের খবর নেয় না, অন্যত্র বিয়ে করেছে। আমি কলেজে ভর্তি হলেও বই-খাতা না থাকায় কলেজে যেতাম না, আজ ওসি স্যার আমার বই-খাতা কিনে দিয়ে আমাকে পড়ালেখার সুযোগ করে দিল, আজ থেকে আমি নতুন জীবন পেলাম।
×