ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হল ত্যাগের নির্দেশ ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১১, ৫ ডিসেম্বর ২০১৮

হল ত্যাগের নির্দেশ ॥ প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রশাসনের নির্দেশ মোতাবেক সকাল থেকেই আবাসিক হল ছাড়তে শুরু করেছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে এক মাসের জন্য হল বন্ধ হয়ে যাওয়ায় পড়ালেখার ক্ষতির পাশাপাশি সেশনজটের আশঙ্কা করেছে শিক্ষার্থীরা। গত সোমবার বিকেলে রিজেন্ট বোর্ডের এক জরুরী সভায় উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রশাসন। একই সঙ্গে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি হলের প্রায় ৪ হাজার শিক্ষার্থী হল ছাড়তে শুরু করে। শিক্ষার্থীরা জানিয়েছে, হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় পড়ালেখা, গবেষণা কার্যক্রমে ক্ষতির পাশাপাশি সেশনজটের মধ্যে পড়তে হবে তাদের। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মারধর, লাঞ্ছিত ও নারী শিক্ষকদের শ্লীলতাহানির ঘটনায় গত ১৫ নবেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছিল বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক। এরই মধ্যে গত রবিবার রেজিস্ট্রারকে লাঞ্ছিতের অভিযোগ এনে আন্দোলনকারী ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।
×