ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রকাশিত: ০৪:১০, ৫ ডিসেম্বর ২০১৮

পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৪ ডিসেম্বর ॥ পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা জামাল উদ্দিন আকবরকে গুলি ও উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ওই এলাকার মৃত ইয়াছিন আলীর পুত্র। সোমবার রাত সাড়ে ১০টায় কোলাগাঁওর টেক এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক মোঃ বাহাদুরকে কুপিয়ে হত্যা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। মূলত কর্ণফুলী নদীর পূর্ব তীরে কোলাগাঁও এলাকায় বেসরকারীভাবে বেশ কয়েকটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে টেন্ডার ও চাঁদাবাজি নিয়ে একের পর এক মারামারি ও খুনের ঘটনা ঘটছেই। ২০১৬ সালেও একই কায়দায় খুন হয়েছেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কোলাগাঁও ইউনিয়নের আহ্বায়ক মোঃ বাহাদুর। বাহাদুর হত্যা মামলার আসামি পটিয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সভাপতি মোঃ শাহীন উল্লাহর নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টায় অতর্কিতভাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা জামালের ওপর হামলা করে ছুরিকাঘাত ও পরে গুলি করে হত্যা করে। মুমূর্ষু অবস্থায় তাকে এলাকার লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল পটিয়ার সংসদ সামশুল হক চৌধুরীর অনুসারী এবং তবে খুনী ছাত্রলীগ নেতা শাহীনও সংসদ সদস্যের অনুসারী। যার কারণে শাহীন একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। নাটোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোরে চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক নেতা গুলিবিদ্ধ এবং জেলা ছাত্রলীগের সভপতিসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে নাটোর শহরের বড়গাছা ছোট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাটোর এন এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে নাটোর সদর হাসপাতালে এবং আহত ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম জেমস ও ছাত্রলীগ কর্মী রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্র জানায়, ট্রাক ব্যবসায়ী বড়গাছা এলাকার ভাড়া বাড়িতে বসবাসরত মনিরুজ্জামান সেন্টুর ড্রাইভারের কাছ থেকে সোমবার মধ্যরাতে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম জেমসের নেতৃত্বে কয়েক ছাত্রলীগ কর্মী ট্রাকটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে মনিরুজ্জামানের স্ত্রী রোজী বেগম প্রতিবাদ করলে জেমস তাকে ধাওয়া করে। এ সময় রোজীর আত্মীয় নাটোর এসএস সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়ন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রিয়ন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়াসহ জেমস ও ছাত্রলীগ কর্মী রুবেল আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় উদ্ধার করে তাদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেমস ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
×