ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাক রফতানিতে আবারও কর ছাড়ের ঘোষণা

প্রকাশিত: ০৪:০৯, ৫ ডিসেম্বর ২০১৮

তৈরি পোশাক রফতানিতে আবারও কর ছাড়ের ঘোষণা

তৈরি পোশাক খাতের পণ্য রফতানিতে আবারও কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে আদেশ জারির মাধ্যমে তা কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে। দুই মাসের ব্যবধানে তৈরি পোশাক খাতে দ্বিতীয়বারের মত বড় ধরনের কর প্রণোদনা দেয়া হয়েছে। এনবিআর জানান, পরিবহন ব্যয়, প্রযুক্তি সেবা, সিকিউরিটি সার্ভিসসহ কয়েকটি সেবায় কর অব্যাহতি থাকছে। এছাড়া পানি, বিদ্যুত, গ্যাসবিলের ওপর ভ্যাট পরিশোধের নিয়ম আগের থেকে আরও শিথিল করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা বলছেন, এসব সেবায় ভ্যাট প্রত্যাহারের ফলে পোশাক উৎপাদন খরচ আরো কমবে। একইসঙ্গে সঙ্গে ভ্যাট পরিশোধের হয়রানিও লাঘব হবে। আর তৈরি পোশাক খাতের পণ্য রফতানিতে উৎসাহিত হবেন উৎপাদকরা। ফলে বাড়বে রফতানি আয়। -অর্থনৈতিক রিপোর্টার
×