ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধুনিক যন্ত্রপাতি সংযোজনে বাড়ছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা

প্রকাশিত: ০৪:০৫, ৫ ডিসেম্বর ২০১৮

আধুনিক যন্ত্রপাতি সংযোজনে বাড়ছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কন্টেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতা ক্রমেই বাড়ছে চট্টগ্রাম বন্দরের। ছয়টি গ্যান্ট্রি ক্রেনসহ নতুন নতুন যন্ত্রপাতি সংযোজিত হওয়ায় বৃদ্ধি পাচ্ছে গতিশীলতা। নতুন ইয়ার্ড নির্মাণ এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারে কন্টেইনার ধারণ ক্ষমতা এবং কাজের উৎকর্ষতাও উর্ধমুখী। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর প্রতিবছর নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে চলেছে। দেশের আমদানি-রফতানি বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বন্দর উপনীত হচ্ছে অন্যরকম উচ্চতায়। দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯২ ভাগ সম্পাদিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। শিল্পায়ন ও মানুষের আয় বাড়ার কারণে ভোগ বৃদ্ধি পাওয়ায় আমদানি প্রতিবছরই বাড়ছে। এর সঙ্গে বৃদ্ধি পাচ্ছে রফতানি। সমুদয় আমদানি-রফতানির বেশির ভাগ চট্টগ্রাম বন্দর হয়ে থাকে। ফলে চট্টগ্রাম বন্দরের কর্মযজ্ঞও বৃদ্ধি পাচ্ছে। দেশের চাহিদা মেটাবার পাশাপাশি প্রতিবেশী দেশকেও সেবা প্রদান করবে এই বন্দর। ফলে বন্দরের সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। সংগৃহীত হচ্ছে কী-গ্যান্ট্রি ক্রেন এবং নতুন নতুন অত্যাধুনিক যন্ত্রপাতি। ইয়ার্ডের সক্ষমতাও বেড়েছে অনেক। পাশাপাশি চলমান রয়েছে বে-টার্মিনালসহ আরও টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দর গত বছরে হ্যান্ডলিং করেছে প্রায় ২৭ লাখ টিইইউএস কন্টেনার। শিল্পায়ন ও আমদানি-রফতানি যে হারে বাড়ছে তাতে করে হ্যান্ডলিং-এর থেকে কমার কোন সম্ভাবনা নেই। বরং প্রতি বছরই বন্দরের প্রবৃদ্ধি অন্তত ১৫ শতাংশ। আর বন্দর কর্তৃপক্ষও সেভাবে নিজস্ব ক্ষমতা বাড়িয়ে প্রস্তুত হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে একের পর এক সংযোজিত হচ্ছে নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্টস। ছয়টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয়েছে কন্টেনার ওঠানামার কাজে। ইয়ার্ডের আয়তনও আগের চেয়ে বেড়েছে। গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের কারণে বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। বন্দর সূত্রে জানা যায়, গত নবেম্বর মাসে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ২ লাখ ৬৫ হাজার ১৬৫ টিইইউএস। এটি ছিল কোন মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের রেকর্ড। এর আগে জুলাই মাসে হ্যান্ডলিং হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ২১০ টিইইউএস কন্টেনার। গত ১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর গড়েছে একদিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড। এদিন ১১ হাজার ৪৬টি কন্টেনার হ্যান্ডলিং হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বরের হ্যান্ডলিং ছিল একদিনে সর্বোচ্চ রেকর্ড। সেদিন ওঠানামা হয় ১০ হাজার ৮৩২ টিইইউএস কন্টেনার।
×