ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে ২০ রোহিঙ্গা

প্রকাশিত: ০৩:৪০, ৫ ডিসেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে ২০ রোহিঙ্গা

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বলেছে, ২০ যাত্রী নিয়ে একটি নৌযান মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে ভিড়েছে। যাত্রীরা রোহিঙ্গা মুসলিম বলে মনে হচ্ছে। খবর ইয়াহু নিউজ। মিয়ানমার ও বাংলাদেশ ত্যাগ করে এখানে আশ্রয় প্রার্থীদের মধ্যে এটাই সাম্প্রতিক ঘটনা। রোহিঙ্গা মুসলিমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ দুটি দেশ থেকে পালিয়ে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছে। ২০১৫ সালে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পর এ ধরনের বিপজ্জনক সমুদ্র পাড়ি দেয়ার প্রবণতার আশঙ্কা দেখা দিচ্ছে। পূর্ব আচেহয়ে দুর্যোগ লাঘব সংস্থা বলেছে, কুয়ালা ইদি শহরে অবতরণকারীরা রোহিঙ্গা শরণার্থী। এদের খাদ্য ও পানীয় জল দেয়া হচ্ছে। অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, তারা শরণার্থীদের জিজ্ঞাসাবাদ করার জন্য এলাকাটিতে যাচ্ছেন। এলাকায় জেলে সম্প্রদায়ের প্রধান বলেছেন, এ যাত্রীদের মালয়েশিয়া যাওয়ার কথা। কিন্তু, তারা কেন ইন্দোনেশিয়ায় প্রবেশ করছে তা স্পষ্ট নয়। তাদের জলযানটি এখনও সক্রিয় এবং জ্বালানি রয়েছে। তাই আমরা বুঝতে পারছি না, তারা কেন এ এলাকায় প্রবেশ করেছে। কুয়ালা ইদিতে রামালি নামে পরিচিত এক ব্যক্তি এ কথা বলেন। তিনি বলেন, যাত্রীদের মধ্যে অধিকাংশের বয়স ২০-এর কোটায়। নৌকাটি মিয়ানমার বা বাংলাদেশ থেকে এসেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
×