ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন এ মাসেই সিউল সফর করতে পারেন ॥ মুন

প্রকাশিত: ০৩:৩৯, ৫ ডিসেম্বর ২০১৮

উন এ মাসেই সিউল সফর করতে পারেন ॥ মুন

উত্তর কোরীয় নেতা কিম জং উনের দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও এবং দেশটিতে উত্তর কোরীয় কোন নেতার এ প্রথম সফরটি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়েইন মঙ্গলবার এ কথা বলেছেন। তিনি উপদ্বীপকে পরমাণু মুক্তকরণ উদ্যোগ বৃদ্ধিতে এক বড় ধরনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এ সম্ভাব্য সফরকে। মুন ও কিম ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটে ৩ বার বৈঠকে মিলিত হয়েছেন। বছর শেষ হওয়ার আগেই কিমের এ প্রথম সফরে তাকে আতিথ্য দেবে বলে সিউল প্রত্যাশা ব্যক্ত করেছে। কিন্তু বিপারমাণবিকীকরণ আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় আগামী সপ্তাহগুলোর মধ্যে আরও একটি বৈঠক অনুষ্ঠানের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। মুনকে তাই বলতে হচ্ছে যে, পরিকল্পিত সফরের সময়সূচী এর ঐতিহাসিক গুরুত্বকে ম্লান করবে না। তিনি নিউজিল্যান্ড সফরকালে অনুদিত মন্তব্যে বলেন, সিউলে চেয়ারম্যান কিম জং উনের সফর এ বছরের মধ্যেই হবে বলে সম্ভাবনা রয়েছে। কিন্তু সময়সূচীর চেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু রয়েছে এবং তা হচ্ছে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরীয় নেতার এ সফরে অবশ্য কোরীয় উপদ্বীপে বিপারমাণবিকীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। মুন বলেন, কিমের এ সফরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতি হবে। কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জুনে সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। -এএফপি
×