ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে জ্বালানি তেলের বাড়তি কর বাতিল হচ্ছে

প্রকাশিত: ০৩:৩৮, ৫ ডিসেম্বর ২০১৮

ফ্রান্সে জ্বালানি তেলের বাড়তি কর বাতিল হচ্ছে

ফ্রান্সের সরকার জ্বালানি তেলের ওপর বাড়তি করারোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু গণমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ আন্দোলনকারীর সহিংস প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ শীঘ্রই ‘মূল্যবৃদ্ধি স্থগিতের’ ঘোষণা দিতে যাচ্ছেন। টানা তিন সপ্তাহের ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পর সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর বিবিসি। জ্বালানি তেলের ওপর বাড়তি কর আরোপের প্রতিবাদে গত মাসের মাঝামাঝি থেকে এ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে অংশগ্রহণ নিচ্ছে প্রতিবাদকারীরা। এ পর্যন্ত এ ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনে অন্তত তিনজন নিহত হয়েছে। আন্দোলনের ডামাডোলে দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ চলছে, বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেও মুখোশ ও হলুদ জ্যাকেট পরিহিত আন্দোলনকারীদের দমানো যায়নি। ধীরে ধীরে এ ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মঞ্চ হয়ে উঠছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের। পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ফিলিপ। কিন্তু সোমবারই বিক্ষোভকারীরা ওই বৈঠকে অংশগ্রহণে নারাজি জানায়। আন্দোলনকারীদের একাংশ বলছেন, তারা কট্টরপন্থী বিক্ষোভকারীদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। সরকারের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে হুঁশিয়ার করতেই এ হুমকি বলেও মন্তব্য তাদের। বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় আন্দোলন ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেও সরকারবিরোধী রাজনৈতিক পরিম-লেও এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিযোগ, তার নেয়া সংস্কার কর্মসূচীকে বাধাগ্রস্ত করতেই বিরোধীরা এ আন্দোলনকে ‘হাইজ্যাক’ করেছে। সমস্যার সমাধানে বেশি মনোযোগ দেয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সার্বিয়ায় তার একটি নির্ধারিত সফরও বাতিল করেছেন। সোমবার এক জরুরী নিরাপত্তা বৈঠকও করেছেন ফরাসী প্রেসিডেন্ট। সঙ্কট সমাধানে সব ধরনের বিকল্পের কথা বিবেচনায় রাখতে ওই বৈঠকে জরুরী অবস্থা জারির বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, বলেছেন মন্ত্রীরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্ক রিস্তের পরে সাংবাদিকদের জানান, আসছে দিনগুলোতে প্রধানমন্ত্রী ফিলিপ আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাবেন। যদিও কিভাবে এ উদ্যোগ নেয়া হবে তার বিস্তারিত বলেননি রিস্তের। সোমবার ফিলিপ বিরোধীদলগুলোর নেতাদের সঙ্গেও কথা বলেছেন। বৈঠকে অংশ নেয়া কট্টর ডানপন্থী নেতা মেরি লো পেন বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ৫০ বছরের মধ্যে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিজের জনগণের বিরুদ্ধে গুলি করার নির্দেশ দেয়ার বিষয়েও ম্যাক্রোঁকে হুঁশিয়ার করেছেন তিনি। আন্দোলনের কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতি জানতে অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। খুচরা বিক্রেতারা বলছেন, ইয়োলো ভেস্ট আন্দোলনের কারণে তাদের বেচাবিক্রির হার কমে গেছে ২০ থেকে ৪০ শতাংশ। রেস্তরাঁগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ থেকে ৫০ শতাংশ, বলেছেন ব্রুনো। ম্যাক্রোঁ বলছেন, পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর চিন্তা থেকেই জ্বালানির ওপর বাড়তি এ কর বসিয়েছে তার সরকার। বিক্ষোভকারীরা বিশেষ করে গ্রাম ও মফস্বলের জনগণ, যারা নিজেদের গাড়ির ওপরই অনেকখানি নির্ভরশীল তারা এ বক্তব্য মানতে নারাজ।
×