ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পাকিস্তানের প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

এখনই শান্তির পদক্ষেপ চাই

প্রকাশিত: ০৩:৩৮, ৫ ডিসেম্বর ২০১৮

এখনই শান্তির পদক্ষেপ চাই

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এখনই পাকিস্তানের পদক্ষেপ গ্রহণের সময়। সোমবার পেন্টাগনে তিনি সাংবাদিকদের বলেন, জাতিসংঘ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে সবার এগিয়ে আসা উচিত। তিনি আফগান যুদ্ধ অবসানে পাকিস্তানের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস আফগানিস্তানে যুদ্ধের অবসান করে শান্তি প্রতিষ্ঠার জন্য সাহায্য চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, যুদ্ধে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দু’দেশেরই ক্ষতি হয়েছে। চিঠিতে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সরকার ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে। আগস্টে ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম ট্রাম্প তাকে চিঠি দিলেন। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও ট্রাম্পের চিঠি পাওয়ার খবর নিশ্চিত করেছেন। চৌধুরী বলেন, চিঠিতে ট্রাম্প আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় আনাতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ইমরান খান বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগান তালেবানের দীর্ঘ ১৭ বছরের যুদ্ধ অবসানে পাকিস্তানের সাহায্য চেয়েছেন ট্রাম্প। আফগান যুদ্ধ অবসান নিয়ে ইমরানের কাছে ট্রাম্প যে চিঠি পাঠিয়েছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ম্যাটিস। তিনি বলেন, পাকিস্তানকে অবশ্যই এ যুদ্ধ বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠায় সব দায়িত্বশীল দেশ ভূমিকা রাখুক, এটাই আমরা প্রত্যাশা করি। আফগান যুদ্ধ এখন ৪০ বছরে গড়াতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখন সময় শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকের ভূমিকা রাখার, জাতিসংঘ, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট গনির শান্তি উদ্যোগকে সমর্থন করা।’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামনের নেয়া শান্তি উদ্যোগকে ম্যাটিস স্বাগত জানান। তিনি আরও বলেন, ‘আফগান জনগণকে রক্ষায় আমরা এখন একটি কূটনৈতিক পথে রয়েছি।’ জঙ্গী দমনে পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত সেই পাকিস্তানের কাছে সহযোগিতা চাইতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। আফগান যুদ্ধের অবসান চান ট্রাম্প। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান আক্রমণ করে। উদ্দেশ্য ছিল তালেবানকে হটিয়ে দেশটিতে একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। কিন্তু সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা নিয়ে ইমরান সম্প্রতি কটাক্ষ করেছেন। ইসলামাবাদে মার্কিন দূতাবাস ট্রাম্পের চিঠি নিয়ে কোন মন্তব্য করেনি। আফগান যুদ্ধে ইতি টানতে চান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের সঙ্গে আলোচনা শুরু করতে গত সপ্তাহে তিনি ১২ জনের একটি টিম করেছেন। প্রেসিডেন্টের চীফ অব স্টাফ আব্দুস সালাম রহিমীকে আলোচক দলের প্রধান করা হয়েছে। রহিমী ইতিপূর্বে আফগানিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে গনির ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। তারা কাবুলে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায়য় বসবে। সম্প্রতি জেনেভায় আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
×