ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমজাদ হোসেনের হার্টবিট ব্লাড প্রেসার কিছুটা নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৭:১৩, ৪ ডিসেম্বর ২০১৮

আমজাদ হোসেনের হার্টবিট ব্লাড প্রেসার কিছুটা নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥ নির্মাতা আমজাদ হোসেনের হার্ট বিট ও ব্লাড প্রেসার আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, জানিয়েছেন আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে দেশীয় চলচ্চিত্রের জীবন্ত এই কিংবদন্তি নির্মাতার। সঙ্গে আছেন তার দুই ছেলে সোহেল আরমান ও সাজ্জাদ হোসেন দোদুল। সোহেল আরমান বলেন, বাবার চিকিৎসা চলছে। হার্ট বিট আর ব্লাড প্রেসার ডাক্তাররা অনেক চেষ্টায় কিছুটা স্বাভাবিক রাখতে পেরেছেন। এখন কিডনি ইনফেকশনের জন্য ডায়ালাইসিস চলছে। আরও কিছু জটিল সমস্যা নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন ডাক্তাররা। আমাদের দুই ভাইকে নিয়ম করেই খবর দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল আরমান আরও বলেন, সহজেই বাবাকে দেখতে আইসিইউতে অনুমতি পাওয়া যায় না। খুব দেখতে ইচ্ছে হয় বাবাকে। কিন্তু ভালর জন্য দূরেই আমরা দুইভাই অপেক্ষমাণ। যদি এমন হতো হঠাৎ বাবা ডাকছে এই নিউ এই দোদুল চল আজ তোদের নিয়ে পুরো ব্যাঙ্কক ঘুরবো বল কি কি খাবি নির্ঘাত বড় ভাইয়ের সঙ্গে লেগে যেত, কারণ ভাইয়া উল্টো বলত আপনি কি খাবেন সেটা বলেন আমরাই আপনাকে ঘুরতে নিয়ে যাব আমরাই খাওয়াব। বাবা মুচকি হাসতেন আর একটা কথাই বলতেন আচ্ছা চল। এভাবেই অতীতের হাজার লাখ স্মৃতি ঘিরে ধরছে অশ্রুসিক্ত আমাদের দুই ভাইকে। আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ১৮ নবেম্বর। পরে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা এবং এয়ার এ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাঙ্কক নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
×