ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দহন’ নিয়ে অভিযোগ

প্রকাশিত: ০৭:১০, ৪ ডিসেম্বর ২০১৮

‘দহন’ নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এবং রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশের পর থেকেই গল্প নকলের অভিযোগ করে আসছেন দেশের অন্যতম তরুণ মূকাভিনয় শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব। ট্রেলার প্রকাশের পর পরই তিনি দাবি করেন ‘দহন’ চলচ্চিত্রের ট্রেলারের সঙ্গে ২০১৫ সালে মাইম আর্টের প্রযোজনা এবং তার রচনায় মঞ্চে আসা ‘ইউটার্ন’-এর গল্পের মিল রয়েছে। ট্রেলার মুক্তির পরের দিন তিনি নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে পোস্ট দেন। তার সঙ্গে ‘ইউটার্ন’ মূকাভিনয় প্রযোজনার আলোকচিত্র ও পা-ুলিপি বিভিন্ন দৈনিকে প্রকাশিত নিউজ এবং উইকিপিডিয়ায় প্রযোজনাটির নিবন্ধন ইত্যাদিও প্রকাশ করেন। চলচ্চিত্রটি মুক্তির পর তিনি আরও জোড়াল দাবি জানান যে ‘দহন’ চলচ্চিত্রে তার গল্পভাবনাকে কেন্দ্র করে তার সঙ্গে অনেক ঘটনা যুক্ত হয়েছে। গত শুক্রবার ফেসবুকে তিনি এই নিয়ে লেখেন- আজ ‘দহন’ চলচ্চিত্রের প্রথম শো শেষ হওয়ার পর থেকেই ফোন করে অনেকে জানাচ্ছিল ‘দহন’ আমার ‘ইউটার্ন’ গল্পের কনসেপ্টের ডেভলাপ। আমি নিজেও বিকেলের শো দেখে এলাম। যা ধারণা করেছিলাম তাই হয়েছে। আপনারাও দেখে আমার আগের পোস্টে গিয়ে ‘ইউটার্ন’-এর গল্পের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। তিন ঘণ্টার চলচ্চিত্রের খাতিরে অনেক কিছুই অনেক খ- গল্পই ‘দহন’-এর সঙ্গে যুক্ত হয়েছে এবং আলাদা একটা ফিনিশিংও টানা হয়েছে। তাই মিল যেমন আছে তেমন অনেক অমিলও আছে স্বীকার করছি। তবে আমি আবারও বলছি, ‘দহন’ চলচ্চিত্রের কেন্দ্রে বসে আছে আমার ‘ইউটার্ন’। নিথর মাহবুব বলেন,‘বিএফডিসিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘দহন’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে আমি অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সাংবাদিক ও পরিচালকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি এবং ‘দহন’ চলচ্চিত্রের পরিচালককেও জানাই, ‘দহন’ চলচ্চিত্রের ট্রেলারের সঙ্গে ২০০১৫ সালে আমার রচনা ও নির্দেশনায় তৈরি মাইম আর্টের প্রযোজনা ‘ইউটার্ন’-এর গল্পের মিল দেখা যাচ্ছে। তখন তিনি অনুষ্ঠানের লোকজনদের সঙ্গে খুব ব্যস্ত থাকায় এই নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, তবে আমি তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে আসি। আমার দাবির পক্ষে বা বিপক্ষে কোন জবাব তার কাছে এখনও আমি পাইনি। তাই বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি তারা আমার বিষয়টি পর্যালোচনা করে দেখবেন এবং যথোপযুক্ত পদক্ষেপ নেবেন। প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরি রায় এবং জাকিয়া বারী মম।
×