ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাফে ম্যাঙ্গো এ্যান্ড গ্যালারিতে ‘কিংকর্তব্য’ শীর্ষক মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৭:১০, ৪ ডিসেম্বর ২০১৮

ক্যাফে ম্যাঙ্গো এ্যান্ড গ্যালারিতে ‘কিংকর্তব্য’ শীর্ষক মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ ধানম-ির ক্যাফে ম্যাঙ্গো এ্যান্ড গ্যালারিতে চলছে মাসব্যাপী ‘কিংকর্তব্য’ চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে ৭ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেনÑ আজিজী ফাওমি খান, রাকিব আনোয়ার, খায়রুল আলম, আল নাসির, জাওয়াদ হোসেন, পীযূষ তালুকদার ও মেহেদী হাসান। আয়োজকরা জানান ক্যাফেতে চলতে থাকা কথোপকথনের সঙ্গে শিল্পের মিশ্রণ ঘটানো ‘কিংকর্তব্য’ প্রদর্শনীর উদ্দেশ্য। এ কারণেই প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি চিত্রকর্মে জীবনের গল্প, আবেগ ও অনুভূতিসহ সমাজের সমসাময়িক নানা বিষয় ফুটে উঠেছে। ব্যঙ্গাত্মক অবিব্যক্তির ব্যবহারে, কিংকর্তব্যতে প্রদর্শিত চিত্রকর্ম মানুষ ও সমাজকে বিদ্রƒপ করা হয়েছে। কিংকর্তব্যর ভাষ্য, আমাদের জীবনে কোনকিছুই চরম ঠিক বা চরম ভুল নয়, বরং আমরা ভাল-খারাপ মিলিয়েই একটি মাঝামাঝি জায়গায় বসবাস করি। আয়োজকরা মনে করেন মাসব্যাপী এই প্রদর্শনীটি অন্য কোন প্রদর্শনী থেকে একটু ব্যতিক্রম কারণ প্রতিটি কাজেই প্রতিটি সদস্যের অভিমত নেয়া হয়েছে যাতে সত্যিকার অর্থেই একটি যৌথ প্রচেষ্টা ফুটিয়ে তোলা যায়। প্রদর্শনীর অংশগ্রহণকারী শিল্পীদের ইচ্ছা, দর্শক যেন প্রতিটি দেয়ালে ঝোলানো চিত্রকর্মকে আলাদা করে না দেখে বরং একসঙ্গে একটি কাজ হিসেবে উপভোগ করেন। অংশগ্রহণকারীদের প্রায় সবাই দেশের বিভিন্ন বিজ্ঞাপন ও মিডিয়া সংস্থায় আর্ট ডিরেকশন, ভিজ্যুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফী, কপিরাইটিং নানা কাজে সম্পৃক্ত। এ কারণেই, প্রদর্শনীর কাজেও কমার্শিয়াল আর্টের ছাপ বেশ লক্ষণীয়। এছাড়াও রং ও শব্দের ব্যবহারে পপ আর্ট ও শক আর্টের ছাপ পাওয়া যায়। প্রসঙ্গত, শিল্প ও মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ২৪ নবেম্বর এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রথিতযশা শিল্পী মনিরুল ইসলাম, আবুল বারক আলভী, ইউডার ফাইন আর্টস বিভাগের সহকারী অধ্যাপক ড. রশিদ আমিন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালীব প্রিমা, কলাকেন্দ্র আর্ট গ্যালারির কিউরেটর ওয়াকিলুর রহমান এবং ব্যবস্থাপনা বেঞ্চমার্ক লিমিটেডের পরিচালক আশরাফ কায়সার। আমন্ত্রিত অতিথিদের সবাই চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনে ক্যাফে স্পেস ব্যবহারের ধারণাকে স্বাগত জানান ও শিল্পের বিকাশে কমিউনিটি আর্টসের গুরুত্ব নিয়ে কথা বলেন। ক্যাফে ম্যাঙ্গো এ্যান্ড গ্যালারির স্বত্বাধিকারী সালাহউদ্দিন আহমেদ, তরুণ শিল্পীদের সৃজনশীল কাজ নিয়ে ভবিষ্যতে এ রকম আরও প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছার কথা জানান। ‘কিংকর্তব্য’ প্রদর্শনীটি ২৪ নবেম্বর থেকে শুরু হয়েছে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রদর্শনি সবার অন্য উন্মুক্ত।
×