ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাট্যকর্মী মিঠুর চিকিৎসা সহায়তায় নাটুকের ‘বিয়ে বিড়ম্বনা’

প্রকাশিত: ০৭:০৯, ৪ ডিসেম্বর ২০১৮

নাট্যকর্মী মিঠুর চিকিৎসা সহায়তায় নাটুকের ‘বিয়ে বিড়ম্বনা’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার নাট্যাঙ্গনে অন্যতম নন্দিত নাট্য সংগঠন নাটুকে। নাটক মঞ্চায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং আর্তমানবতার সেবামূলক কর্মকা-ের সঙ্গে জড়িত এই নাটকের দলের কর্মীরা। বিশেষ করে অসুস্থ মানুষের চিকিৎসা সেবায় সব সময় পাশে থাকে দলটি। সেই ধারাবাহিকতায় এবার নিজ দলের নাট্যকর্মী ফরহাদ হোসাইন মিঠুর চিকিৎসা সহায়তায় নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। নাট্যকর্মী ফরহাদ হোসাইন মিঠু কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের আর্থিক সাহায্যার্থে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার যৌথ উদ্যোগে এ নাটক মঞ্চায়ন করবে দলটি। দল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটুকের দর্শকপ্রিয় কমেডি প্রযোজনা ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে তারুণ্যোদ্দীপ্ত নাট্যদল নাটুকে। বিশ্বখ্যাত নাট্যকার মলিয়্যের রচিত, অরূপ রুদ্র রূপান্তরিত ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। এদিন নাটকটির ১০৩তম প্রদর্শনী হবে। ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের আজকের প্রদর্শনীতে অভিনয় করবেন আল নোমান, মাহবুব, মনি, শ্যামল, খোকন, সজীব, দীপু, পল্লব ও মুরাদ। এ উদ্যোগ প্রসঙ্গে নাটুকে দল প্রধান, নাট্যকার ও নির্দেশক আল নোমান বলেন, মিঠুর জন্য এই প্রদর্শনীর মূল উদ্যোগ বা প্রস্তাব আসে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাঈদ চৌধুরীর কাছ থেকে। মিঠুর কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য ইতোমধ্যে মোটামুটি একটা ভাল ফান্ড সংগ্রহ হয়েছে। কিন্তু ২৫ লাখ টাকা না হলে ট্রান্সপ্ল্যান্টেশন সম্ভব না। তাই আবার এই প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী শেষে উপস্থিত ব্যক্তিবর্গ কিডনি রোগাক্রান্ত ফরহাদ হোসাইন মিঠুর হাতে সংগৃহীত অর্থ প্রদান করবেন। আমরা আশা করছি মিঠু আবার আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তার পাশে আছি। সব সময় থাকব। সবার কাছে তার জন্য দোয়া চাই।
×