ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন অধ্যায় শেষ হচ্ছে রিবেরি-রোবেনের

প্রকাশিত: ০৭:০৬, ৪ ডিসেম্বর ২০১৮

বেয়ার্ন অধ্যায় শেষ হচ্ছে রিবেরি-রোবেনের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে প্রাণের ক্লাব বেয়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক ছেদ হতে চলেছে দুই বর্ষীয়ান ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনের। চলতি মৌসুম শেষেই বাভারিয়ান শিবির ছাড়তে হবে ফ্রান্স ও হল্যান্ডের ফুটবলারদ্বয়কে। এমনই জানিয়েছে জার্মান্ট জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। ঠিক দশ বছর আগে বেয়ার্নে নাম লিখিয়েছিলেন রোবেন। ২০০৭-০৯ দুই মৌসুম রিয়ালে খেলার পর বুন্দেসলিগার ক্লাব বেয়ানে আসেন ডাচ তারকা। ধীরে ধীরে ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হলেও সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন। একই অবস্থা ফরাসী তারকা রিবেরির। এই দুই তারকার বিদায়ের কথা জানিয়েছেন বেয়ার্ন সভাপতি উলি হোয়েনেস। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রোবেন বলেন, আমি এটুকুই শুধু বলতে পারি বেয়ার্নে এটাই আমার শেষ বছর। মৌসুমের শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতান্তই আমার ব্যক্তিগত। দশ বছর পর সম্পর্কে ইতি টানার এটাই সঠিক সময়। ক্লাব সামনের দিকে এগোচ্ছে। আমারও সামনের দিকে তাকানো উচিত। অসাধারণ একটা দীর্ঘ পার্টনারশিপ অবশেষে শেষ হতে চলেছে। বেয়ার্নে কাটানো মুহূর্তগুলো সত্যিই দুর্দান্ত। বাভারিয়ানদের হয়ে এ পর্যন্ত ১৯৮ ম্যাচে ৯৮ গোল করেছেন রোবেন। তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলেছেন ক্লাবটির হয়ে। ২০১০ ও ২০১২ রানার্সআপ হলেও ২০১৩ সালে শিরোপার স্বাদ পান। গত ৯ বছরে সাতবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে বেয়ার্ন। এর মধ্যে গত ছয়বার একটানা জার্মান খেতাব জিতেছে তারা। প্রতিবারই দলের খেতাব জয়ে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন রোবেন। বেয়ার্ন ছাড়লেও এখনই ফুটবল ছাড়ছেন না তিনি। এ প্রসঙ্গে বলেন, আমি খেলা চালিয়ে যাব। একেবারেই খেলা ছেড়ে দিচ্ছি না।
×