ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ, চেলসি ২-০ ফুলহাম, আর্সেনাল ৪-২ টটেনহ্যাম হটস্পার, লিভারপুল ১-০ এভারটন

চেলসি-আর্সেনালের সহজ, লিভারপুলের নাটকীয় জয়

প্রকাশিত: ০৭:০১, ৪ ডিসেম্বর ২০১৮

চেলসি-আর্সেনালের সহজ, লিভারপুলের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে তিন পরাশক্তি চেলসি, আর্সেনাল ও লিভারপুল। চেলসি-আর্সেনাল সহজ জয় পেলেও নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। রবিবার রাতে এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে এভারটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্গেন ক্লপের দল। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসি ২-০ গোলে হারিয়েছে অতিথি ফুলহামকে। এ রাতে সবচেয়ে বড় ম্যাচ ছিল আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ধুন্ধুমার এ লড়াইয়ে টটেনহ্যামকে ৪-২ উড়িয়ে দিয়েছে স্বাগতিক আর্সেনাল। বর্তমানে ১৪ ম্যাচ শেষে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শনিবার বোর্নমাউথকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি। চেলসি ৩১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। স্পার্সদের হারানো আর্সেনাল ৩০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে টটেনহ্যাম। ষষ্ঠ স্থানে থাকা এভারটনের পয়েন্ট ২২। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে লীগের ইতিহাসে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল-টটেনহ্যাম ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় গানার্সরা। দশম মিনিটে পিয়েরে-এমরিক আউবামেয়াংয়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় উনাই এমেরির দল। ডি বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় টটেনহ্যাম। ৩০ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে ক্রিশ্চিয়ান এরিকসেনের ফ্রিকিকে লাফিয়ে হেড করে স্পার্সদের সমতায় ফেরান এরিক ডায়ার। এরপর স্বাগতিক সমর্থকদের গ্যালারির সামনে গিয়ে উদযাপনে মেতে ওঠে টটেনহ্যামের খেলোয়াড়রা। ওখানেই ওয়ার্মআপ করছিল আর্সেনাল খেলোয়াড়রা। দু’দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। ম্যাচ অফিসিয়াল ও অন্যন্য খেলোয়াড়রা গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর চার মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে অতিথি টটেনহ্যামকে এগিয়ে নেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। বাঁদিক দিয়ে ডি বক্সে ঢোকা সন হিয়ুং মিন ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় টটেনহ্যাম। চলতি আসরে ইংলিশ স্ট্রাইকার কেনের এটি অষ্টম গোল। বিরতির পর ৫৬ মিনিটে আউবামেয়াংয়ের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আর্সেনাল। ডি বক্সের বাইরে এ্যারন রামসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল ঠিকানায় পাঠান গ্যাবনের স্ট্রাইকার। চলতি আসরে এখন পর্যন্ত ইপিএলে সর্বোচ্চ গোলদাতা আউবামেয়াংয়ের এটি দশম গোল। একের পর এক আক্রমণে করতে থাকা আর্সেনাল তিন মিনিটের ব্যবধানে আরও দুইবার বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করে। ৭৪ মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে আলেকজান্দার লাকাজেতের জোরালো শট ডায়ারের পায়ে লেগে একটু দিক পাল্টে জাল খুঁজে নেয়। আর আউবামেয়াংয়ে পাস পেয়ে ৭৭ মিনিটে গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন উরুগুয়ের মিডফিল্ডার লুকাস টরেইরা। ম্যাচের ৮৫ মিনিটে লাকাজেতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহ্যামের ডিফেন্ডার ভার্টোনেন। এদিকে এভারটনের বিপক্ষে নাটকীয় জয়ে শিরোপা রেসে ভালভাবেই আছে লিভারপুল। ম্যাচের ১৩ মিনিটে মোহাম্মদ সালাহর বাড়ানো বলে সাডিও মানের ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। ২১ মিনিটে থিও ওয়ালকটের ক্রসে আন্দ্রে গোমেজের হেড ফিরিয়ে এভারটনকে এগিয়ে যেতে দেননি গোলরক্ষক এ্যালিসন। ৮৮ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের কর্নারে ফন ডিক ফ্লিক করার পর বেলজিয়ামের ফরোয়ার্ড ভিভক অরিজির শট পোস্টে লেগে ফিরে আসলে মনে হচ্ছিল পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হচ্ছে দ্য রেডসদের! কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯৬ মিনিট) সেই অরিজির হেডে করা গোলেই মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
×