ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ০৬:৪২, ৪ ডিসেম্বর ২০১৮

অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পুনর্বাসন ও সঠিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে হোগলডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা এ মানববন্ধন করেন। রামপাল নাগরিক সমাজের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক হাওলদার আবদুল হাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, মংলা নাগরিক সমাজের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, ক্ষতিগ্রস্ত পরিবারের মল্লিক মোয়াজ্জেম হোসেন, রেজাউল ইসলাম, লাভলী বেগম, মোঃ কামরুজ্জামান, কামরুল ইসলাম, শাহরুন নেছা, মারিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রামপালে বিমানবন্দর হচ্ছে সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের শুরু থেকেই অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কারণে অনিয়ম ও দুর্নীতি করে চলেছে।
×