ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে অনশন করে দাবি আদায় শিক্ষার্থীর

প্রকাশিত: ০৬:৪২, ৪ ডিসেম্বর ২০১৮

চবিতে অনশন করে দাবি আদায় শিক্ষার্থীর

চবি সংবাদদাতা ॥ অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন সনদ হারিয়ে ফেলা সেই ভর্তিচ্ছু শিক্ষার্থী রহমত উল্লাহ। সোমবার কলা ও মানববিদ্যা অনুষদের অধীন ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে সফল হলো তার অনশন। রহমত উল্লাহ জানান, সনদ চুরি হয়ে যাওয়ায় মেধা তালিকায় স্থান পাওয়ার পরেও ভর্তি হতে পারিনি। পরে প্রশাসন সময় দিলে বোর্ড থেকে সেগুলো সংগ্রহ করে এনে জমা দেই। ফলে তৃতীয় মেধা তালিকায় আমাকে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১৬ নবেম্বর ভর্তি হতে আসার পথে ট্রেনে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন তিনি। এ সময় তিনি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সনদ হারিয়ে ফেলেন তিনি। জিডির কপি থাকা সত্ত্বেও তাকে ভর্তি করতে অপারগতা প্রকাশ করেন ডিন। উপায়ান্তর না দেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনশনে নামেন মাদারীপুরের রহমত উল্লাহ। ‘অশিক্ষিত মূর্খ চোর কেড়ে নিল সার্টিফিকেট, শিক্ষিতরা জীবন নিতে চায়’ এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বসে যান তিনি।
×