ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবি উপ-উপাচার্যের দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক লাভ

প্রকাশিত: ০৬:৪১, ৪ ডিসেম্বর ২০১৮

চবি উপ-উপাচার্যের দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক লাভ

চবি সংবাদদাতা ॥ ‘দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক’ - এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্বর্ণপদক প্রদান করা হয়। সাহিত্যে মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদক পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। সোমবার চবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নবেম্বর কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সোসাইটির সভাপতি বিশিষ্ট বিজ্ঞানী ড. অরূপ মিত্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার। এছাড়া অনুষ্ঠানে এ্যামিটি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা বিশ^বিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. অরূপ দাস, বিশিষ্ট লেখক সিদ্ধার্থ চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
×